মেয়রের গুলিতেই সাংবাদিক শিমুলের মৃত্যু : অতিরিক্ত পুলিশ সুপার

ক্রাইমবার্তা রিপোট:সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর গুলিতেই সাংবাদিক শিমুলের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার (শাবক্তব্য রাখছেন এমপি স্বপনহজাদপুর সার্কেল) আবুল হাসনাত শিমুলের জানাজা পূর্ব

বক্তব্য রাখছেন এমপি স্বপন

এক সমাবেশে জানান, শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ সেখানে যথাসময়ে উপস্থিত হয়েছিল। ঘটনার সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মেয়রকে গুলি ছোড়তে তিনি বার বার নিষেধ করার পরও মেয়র গুলি ছোড়েন। অন্য কেউ গুলি করেনি। পুলিশের সামনেই শুধু মেয়র একাধিক গুলি করেন।

শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শনিবার সকাল সাড়ে ১০টায় শিমুলের জানাজা পূর্ব এক সমাবেশে একথা বলেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, যা আমাদের সামনেই ঘটেছে। অপরাধী যত ক্ষমতাশালীই হোক, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব।

ঘটনার পর মেয়রের বাড়ি থেকে ৪৩টি গুলি ও ঘটনাস্থল থেকে ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

মেয়র মিরুকে গ্রেপ্তারের জন্য শুক্রবার রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

Please follow and like us:

Check Also

নতুন যোগ হচ্ছে ২০ লাখ দরিদ্র

মূল্যস্ফীতির কশাঘাত মোকাবিলায় ২০ লাখ ২৬ হাজার দরিদ্র মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।