সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকারীকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে নওগাঁয় সাংবাদিকদের মানব বন্ধন পালিত

ক্রাইমবার্তা রিপোট:নওগাঁ প্রতিনিধিঃ সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকারী শাহজাদপুর পৌরসভার মেয়রকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে নওগাঁ জেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। শনিবার বেলা ১২টা থেকে  জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। সমকালের সুহৃদ সমাবেশ নওগাঁ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানব বন্ধন চলাকালে জেলা প্রেস ক্লাবের ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারোফ হোসেন জুয়েল, এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক রায়হান আলম, যমুনা টেলিভিশনের প্রতিনিধি শফিক ছোটন, সমকালের প্রতিনিধি এম,আর ইসলাম রতন, সাংবাদিক এবিএম রফিকুল ইসলাম, ইনডিপেনডেন্ট টিভির সাদেকুুল ইসলাম, আরটিভির এম, আর রকি, মোহনা টিভির মাহমুদুন নবী বেলালসহ প্রমুখ সাংবাদিকরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে সাংবাদিক শিমুল হত্যাকারী মেয়রকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 23

নওগাঁয় দেশটাকে পরিষ্কার করে দিবস ২০১৭ পালিত
নওগাঁ প্রতিনিধিঃ বর্নাঢ্য র‌্যালী, সমাবেশ ও শহর পরিষ্কার করার মধ্য দিয়ে  নওগাঁয় দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৭ পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ নাজমুল হক সনি। বে-সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন চাই নওগাঁ জেলা শাখা এর আয়োজন করে। শনিবার দুপুরে পৌর সভা চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। সমাবেশে অন্যান্যোর মধ্যে প্যানেল মেয়র হাসান ইমাম তমাল, কাউন্সিলর আবুল কালাম আজাদ, কাউন্সিলর অন্যন্যা ইয়াসমিন, কাউন্সিলর জান্নাতুন ফেরদৌস মুন্নি, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, সংগঠনের সমন্বয়ক তাহমিদুর রহমান মনন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি, মেয়র, কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় দুই শতাধিক কর্মী পৌরসভা হতে শহরের বিভিন্ন সড়ক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত রাস্তার আবর্জনা পরিষ্কার করেন।#

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ জাকিরুল ইসলাম, ও সংগীয় এসআই/মোঃ সাজেদুর রহমান, এসআই/মোঃ রফিকুল ইসলাম, এএসআই/মোঃ মিজানুর রহমান, এএসআই/ মোঃ হারেজ আলী সদর থানাধীন কাদিমপুর গ্রামে পুলিশ বিশেষ অভিযানে বিশিষ্ট মাদক ব্যবসায়ী ১। মোঃ সাইদ হোসেন(২৮), ২। মোঃ নাহিদ হোসেন(২৫) উভয় পিতা মোঃ আসাদ সরদার, সাং-কাদিমপুর, থানা ও জেলা-নওগাঁ আসামীদ্বয়ের এর বসত বাড়ীতে তাদের নিজ হেফাজত হইতে ০২(দুই) কেজি গাঁজা, মূল্য অনুমান ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা উদ্ধার করে এবং তাহাদেরকে আটক করেন। সদর মডেল থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(ক) একটি মামলা হয়েছে। আসামীদ্বয়কে অদ্য কোর্ট প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

Check Also

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।