হাফসেঞ্চুরি হলো না তামিমের

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ ও ভারত এ দলের মধ্যকার দুই দিনের ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে। আজ বিকেলে বাংলাদেশ মাত্র ১৫ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে তাদের দ্বিতীয় ইনিংসে। এই সময়ের মধ্যে ৭৩ রান করেছে ২ উইকেট হারিয়ে। তামিম ইকবাল ৪২ রানে অপরাজিত ছিলেন। আরো কয়েক ওভার খেলা হলে তিনি হয়তো ফিফটি করে ফেলতে পারতেন।
দ্বিতীয় ইনিংসে সৌম্য সরকার ২৫ এবং মুমিনুল হক ২ রানে আউট হয়েছেন।

ভারত এ দল আজ দু’দিনের ম্যাচের শেষ দিনে চা-বিরতির কিছু পর ৮ উইকেটে ৪৬১ রান করে ইনিংস ঘোষণা করে। তারা বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ২৩৭ রানে এগিয়ে যায়। বিজয় শঙ্কর সেঞ্চুরি করেছেন।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৮ উইকেটে ২২৪ রান করে ইনিংস ঘোষণা করেছিল। ভারত এ দল আজ তাদের খেলা শুরু করেছিল ১ উইকেটে ৯১ রান নিয়ে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী বৃহস্পতিবার। এর আগে এটাই একমাত্র প্রস্তুতি ম্যাচ।

Please follow and like us:

Check Also

সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার বাড়িতে চলছে কান্না

সাতক্ষীরা সংবাদদাতাঃ গত শুক্রবার দুপুর ১২টার দিকে রাজিয়াদের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে যেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।