সিইসি সম্পর্কে যা শুনা যাচ্ছে তা শোভনীয় নয়: দুদু

ক্রাইমবার্তা রিপোট:প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা’র নামে যা শুনা যাচ্ছে তা শোভনীয় ও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।4

মঙ্গলবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দলের সম্মেলনের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, গঠিত নির্বাচন কমিশনের প্রধান জনতার মঞ্চের লোক ছিলেন। এ বিষয়ে রাতে দলের পক্ষ থেকে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। তবে সিইসি নিয়ে বিভিন্ন জায়গায় যেসব আলোচনা হচ্ছে তা শোভনীয় ও গ্রহণযোগ্য নয়।

Check Also

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রাণনাশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে গ্রেফতার করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।