ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ইরানে

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে ইরান। শুক্রবার দেশটির বিপ্লব বার্ষিকীর র‍্যালিতে ট্রাম্পের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়া হয়। ট্রাম্পের ইরানবিরোধী নীতি-অবস্থানের নিন্দা জানিয়ে র‍্যালিতে অংশগ্রহণকারীরা বলেছেন, তারা ট্রাম্পের হুমকিতে ভীত নন এবং হুমকিকে পরোয়া করে না ইরান। খবর পার্সটুডের।20

ইরানে প্রতিবছর ইসলামি বিপ্লব বার্ষিকীর র‍্যালিতে সাধারণত ‘আমেরিকা নিপাত যাক ও ইসরাইল ধ্বংস হোক’ শ্লোগানটি প্রাধান্য পায়। কিন্তু এ বছরের র‍্যালিতে সবার কণ্ঠেই ছিল আরও কয়েকটি নতুন শ্লোগান। এগুলোর মধ্যে অন্যতম হলোÑ ‘ট্রাম্প নিপাত যাক, ইসরাইল ধ্বংস হোক’ এবং ‘ভয় করি না হুমকি-ধমকি’।

এছাড়া আজকের র‍্যালিতে অংশগ্রহণকারী জনতা একটি ইশতেহার প্রকাশ করে বলেছে, আমেরিকা এখনও ইরানের এক নম্বর শত্রু। আমেরিকার ইরানবিরোধী তৎপরতা মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার বিভিন্ন ধারা লঙ্ঘন, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ এবং বিভিন্ন হুমকির নিন্দা জানিয়ে ইশতেহারে আরও বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ইস্যুুতে কোনো ছাড়া দেয়া যাবে না এবং প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি চলবে।

Please follow and like us:

Check Also

আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসী জনপদ আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।