শিক্ষককে লাকড়ি দিয়ে পেটালেন যুবলীগ নেতা

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা :সাতক্ষীরায় এক মাদ্রাসাশিক্ষককে যুবলীগ নেতা লাকড়ি দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলার খোরদো বাজার এলাকায় এ ঘটনা ঘটে।10

আহত শিক্ষক মাওলানা আতাউর রহমান উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার।

মাওলানা আতাউর রহমান জানান, আজ সকালে তিনি মোটরসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল থামিয়ে চাবি কেড়ে নেন দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাপ্পী খান ও তাঁর সহযোগী ওয়াজেদ আলী। পরে তারা লাকড়ি দিয়ে পিটিয়ে তাঁকে আহত করেন।

‘এ সময় বাপ্পী বলেন, নির্বাচনে দুই লাখ টাকা ব্যয় হয়েছে। সেই টাকা দে, না হলে তোর রক্ষা নেই।’

পরে খোরদো ফাঁড়ির পুলিশ সদস্যরা মাদ্রাসাশিক্ষককে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে।

আতাউর রহমান আরো জানান, সম্প্রতি মাদ্রাসায় পরিচালনা পরিষদের নির্বাচন হয়। এই নির্বাচনে সভাপতি পদে জুয়েল রানা ও ওয়াজেদ আলী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর নির্বাচনে ওয়াজেদ আলী হেরে যান। নির্বাচনের সময় আতাউর রহমান ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে ছিলেন। নির্বাচনে হেরে যাওয়ায় ওয়াজেদ আলী ও বাপ্পী ক্ষিপ্ত হন।

এ বিষয়ে নিয়ে যুবলীগ নেতা বাপ্পী খান বলেন, ‘আমাদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল সত্য। তবে তা মীমাংসা হয়েছে। কুশোডাঙ্গা ইউপির সদস্য মো. হাফিজুর রহমান দুই পক্ষকে বসিয়ে বিষয়টি নিষ্পত্তি করেন। এ সময় পুলিশের দুই সদস্যও উপস্থিত ছিলেন। আমরা একসঙ্গে খাওয়াদাওয়া করে বাড়ি ফিরে এসেছি।’

Please follow and like us:

Check Also

শ্যামনগরে সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার শ্যামনগরের গাবুরার ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশান গ্রুপের সদস্যদের জন্য তিনদিন ব্যাপী সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স শনিবার সকালে দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ উদ্বোধন করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। লিডার্স-এর প্রধান কার্যালয়, শ্যামনগর, সাতক্ষীরার নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করছেন প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান ও প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা। সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি, উন্নয়নের কার্যকারীতা এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে গণশুনানির আয়োজনের পূর্বপ্রস্তুতি হিসাবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, পরবর্তীতে ধারাবাহিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারমান, মেম্বর ও উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোঠকেও এই প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণে একটি রূপক পাবলিক হেয়ারিং বা গণশুনানীর আয়োজন করা হয়। Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।