ইবিতে দুইদিন ব্যাপী আইকিউএসি’র কর্মশালা সম্পন্ন

ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা:- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘ব্লুম’স টেক্সোনমি অব লার্নিং এন্ড পোস্ট সেল্ফ এসেসমেন্ট ইমপ্রুভমেন্ট’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। বুধবার আইকিউএসি’র সেমিনার কক্ষে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর রশিদ আসকারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তিনি বলেন, আমাদের শিক্ষকদের মেধাগত যোগ্যতা ও উৎকর্ষ নিয়ে ভাইস-চ্যান্সেলর হিসেবে আমি নিজে আশাবাদী। তিনি আইকিউএসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, প্রকল্পের মেয়াদকালের মধ্যেই সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।12

ইসলামী বিশ্ববিদ্যালয় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আখতার হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিসোর্স পার্সন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইকিউএসি বিশেষজ্ঞ প্রফেসর সঞ্জয় কুমার অধিকারী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান।  অনুষ্ঠান পরিচালনা করেন ইবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কে এম আব্দুস সোবহান। দু’দিনব্যাপী এ কর্মশালায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০৮জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।