অগণতান্ত্রিক শাসনের কারণেই বাংলার প্রচলন হয়নি : আ স ম রব

ক্রাইমবার্তা রিপোট:জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেছেন, অগণতান্ত্রিক শাসনের কারণেই দেশের সর্বস্তরে আজও বাংলাভাষা প্রচলন হয়নি। সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের জন্য তৃণমূল পর্যন্ত গণতান্ত্রিকপ্রতিষ্ঠান কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে জনগনের শাসন কায়েম করতে হবে।
রোববার বিকেল দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহান একুশ উপলক্ষ্যে জেএসডি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রব এসব কথা বলেন।

রব আরো বলেন, দেশে জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার,অবাধ রাজনীতি ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। এর জন্য প্রয়োজন উপনিবেশিক ধাঁচের রাজনীতির ধারক-বাহক রাজনীতির প্রথম ধারার বিপরীতে রাজনীতির দ্বিতীয় ধারার ভিত্তিতে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলা। তিনি বলেন, যে মহান একুশ আমাদেরকে জাতীয় স্বাধীনতার পথ দেখিয়েছে সে একুশ আমাদের জনগণের স্বাধীনতা নিশ্চিত করার পথও দেখাবে।

আলোচনা সভায় জেএসডি’র সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, মহান একুশের প্রতি প্রকৃত শ্রদ্ধা সে দিনেই দেখানো হবে যে দিন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও কোর্ট কাচারিতে বাংলাভাষার পূর্ণ প্রচলন হবে। জনাব মালেক রতন বাংলাকে জাতিসঙ্ঘের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেএসডি নেতা আতাউল করিম ফারুক, মো: সিরাজ মিয়া, মিসেস তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মোশারফ হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, আবদুর রাজ্জাক রাজা, সাহিদ সিরাজী, নুরুল আবছার, মোস্তফা কামাল, গোলাম রব্বানী জামিল, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, অ্যাডভোকেট ফাতেমা হেনা, মো: সেলিম চৌধুরী।

Please follow and like us:

Check Also

অনিশ্চয়তার নতুন যুগে মধ্যপ্রাচ্য

ইউক্রেন-রাশিয়া রেশ কাটতে না কাটতেই ফিলিস্তিনের গাজায় শুরু হয় ইসরাইলি আগ্রাসন। এরপর থেকে অশান্ত হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।