ব্লগার রাজীব হত্যার আসামি গ্রেফতার

ক্রাইমবার্তা রিপোট:গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া পলাতক আসামি রেদোয়ানুল আজাদ রানাকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

আজ বেলা ২টার দিকে উত্তরা থেকে রানা এবং অন্য একজনকে গ্রেফতার করা হয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে মিরপুরে ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এরপরই আসনারুল্লাহ বাংলা টিমের ব্লগার হত্যার পরিকল্পনার কথা প্রকাশিত হয়।

আজাদ মালয়েশিয়া গিয়েছিলেন বলে খবর ছিল। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল।

Check Also

মালয়েশিয়ার পাম তেলে ইইউ’র নিষেধাজ্ঞা বাংলাদেশের শ্রমবাজারে অশনি সংকেত

বন উজাড়, কার্বন নির্গমনের ঝুঁকি এবং পরিবেশের ভারসাম্য নষ্টগত কারণ দেখিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।