তালা উপজেলায় জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ে মা দিবস অনুষ্টিত

ক্রাইমবার্তা রিপোট:আকবর হোসেন,তালাঃ তালা উপজেলার ৪ মার্চ শনিবার সকালে জেঠয়া জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ে মা দিবস অনুষ্টিত হয়েছে ।32 সহকারী শিক্ষক আব্দুর রব এর পরিচালনায় সকুলের প্রধান শিক্ষক মোঃ হাফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালাল পুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও অত্র স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি এসকে কামরুল ইসলাম,উপজেলা একাডেমীর সুপার ভাইজার প্রভাষ দাশ,অভিভাবক সদস্য মোঃ মোক্তার আলী শেখ । উক্ত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন,সহকারী শিক্ষক এস এম নুরুল ইসলাম, সহকারী শিক্ষক অনেক কুমার দাশ, সহকারী শিক্ষক বিধান চন্দ্র দাশ, সহকারী শিক্ষিকা শাহানা খাতুন, সহকারী শিক্ষক আফজাল হোসেন, সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার, সহকারী শিক্ষক সাধন কুমার, সহকারী শিক্ষিকা লাভলী,শরিফা খাতুন, নাজিম ,অফিস সহকারী গোলদার আঃ কুদ্দুসসহ মা দিবসে অসংখ্য মায়েরা উপস্থিত ছিলেন ।
তালায় এলসিএস ১৫জন মহিলাকর্মীদের মাঝে চেক বিতরণ
আকবর হোসেন,তালাঃ তালা উপজেলায় ৪ মার্চ  (শনিবার) সাকল সাড়ে ১১টায় তালা উপজেলা চেয়ারম্যানের সভা কক্ষে এলসিএস মহিলা কর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।  তালা উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসীমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ারের পরিচালনায় উক্ত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এবং তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এ সময় সংবাদিক ইলিয়াস হোসেন, সুপারভাইজার শাহিনুর রহমান, শিমুল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাংলাদেশ ও জাপান সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অংশগ্রহনকারী ১৫ জন মহিলা কর্মী ও ১ জন সুপাভাইজারের মাঝে এ চেক বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক মহিলা কর্মীর হতে ১ লক্ষ ২৫ হাজার ৫ শত টাকার চেক তুলে দেওয়া হয়।

Check Also

সাতক্ষীরায় গবেষণা তথ্য প্রকাশ: ‘নবায়নযোগ্য জ্বালানি’র সাথে পরিচিত নয় নগরের ৯৪শতাংশ দরিদ্র মানুষ

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা নগরের ৯৪ শতাংশ দরিদ্র মানুষ ‘নবায়নযোগ্য জ্বালানি’ শব্দের সাথে পরিচিত নয়। এসব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।