শ্যামনগরে নারী ও শিশু পাচার মামলার আসামী আটক

ক্রাইমবার্তা রিপোট:শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগরের সেন্ট্রাল কালিনগরের মৃত ফনিরুদ্দিন গাজীর পুত্র নারী-শিশু পাচার ও একাধিক রাষ্ট্রদ্রোহী মামলার আসামী তোফাজ উদ্দিন কে পুলিশে আটক করেছে। গত ৮ই মার্চ বেলা ১১ টার দিকে শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তোফাজ উদ্দিনের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন মামলা, নারী ও শিশু পাচার, নাশকতা ও রাষ্ট্রদ্রোহী, ঘের ও জমি দখল সহ বিভিন্ন মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ রাষ্ট্রদ্রোহী মামলার আসামী তোফাজ উদ্দিন কে আটক করেছে বলে জানা যায়।

শ্যামনগরে জামায়াত নেতা আটক

শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়ন জামায়াত নেতা আব্দুর রবকে শ্যামনগর থানা পুলিশ আটক করেছে। গত বুধবার বেলা সাড়ে ৪ টার দিকে পাতাখালী গ্রামের আব্দুর রশীদ সরদারের পুত্র আব্দুর রব নাশকতা সহ বিভিন্ন মামলার আসামী হওয়ায় পুলিশ তাকে আটক করে।

শ্যামনগরে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোস্তফা কামাল ঃ শ্যামনগরে ইসলামিক ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলার উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মার্চ কেন্দ্রীয় মাদ্রাসা মিলনায়তনে এ প্রতিযোগিতা ৩টি গ্রুপে স্কুল ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের স্বতস্ফুর্ত অংশ গ্রহন ছিল লক্ষনীয়। প্রতিযোগিতার বিষয় ছিল- কিরাত, আযান, হামদ/নাত, ইসলামী গান, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃতি, রচনা ও ইসলামী জ্ঞান। অনুষ্ঠানে বিজয়ী ছাত্র ছাত্রীদের পুরুস্কৃত করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ মাওঃ ইসমাইল হোসেন, মাওঃ আঃ হামিদ, ইঃফাঃ শ্যামনগর শাখার ফিল্ড সুপার ভাইজার মাওঃ আবু ইউসুফ, মডেল কেয়ার টেকার হাফেজ মুহাঃ শাহজাহান আলী, মাওঃ রবিউল ইসলাম, মাওঃ আমিনুর রহমান, মাষ্টার সাইফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে ইঃ ফাঃ প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরনে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

6

গাবুরায় ঐতিহাসিক সিরাত মাহফিল বৃহস্পতিবার শুরু

শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগরে গাবুরা জি,এল,এম হাইস্কুলে ২ দিন ব্যাপী ৪৫ তম ঐতিহাসিক সিরাতুন্নবী (সাঃ) মাহফিল বৃহস্পতিবার শুরু হচ্ছে। মাহফিলের আহবায়ক সাহেব গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি,এম নওশের আলী জানান, ৯ মার্চ ১ম দিনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। মোফাচ্ছেরে কোরআন আলহাজ্ব মাওঃ আবুল কালাম আজাদ (ভারত) , ২য় দিনে আলহাজ্ব মাওঃ আতাউর রহমান খোকা (ভারত) প্রধান বক্তা হিসাবে ওয়াজ করবেন। দীর্ঘদিন যাবৎ এ স্থানে এলাকার সকলের সহযোগিতায় ওয়াজ মাহফিল চলে আসছে। তারই ধারাবাহিককতায় এ মাহফিলকে কেন্দ্র করে এলাকার প্রতিটি ঘরে উৎসব মেতে উঠেছে।
শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবসে
সম্মাননা পেলেন  এমপি সহ  ১১ জন পুরুষ
মোস্তফা কামাল ঃ শ্যামনগর উপজেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে  উপজেলা অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী দিবসে নকশীকাঁথার উদ্দ্যোগে  সমাজ ও নারী উন্নয়নে অবদান রাখার জন্য ১১ জন পুরুষকে সম্মাননা প্রদান করা হয়। গত বুধবার দিবসটি উপলক্ষে র‌্যালী শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মুনজুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও  শপথ বাক্য পাঠ করান  সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম মহসীন উল মুলক, বিশেষ পিপি ও চেয়ারম্যান এ্যাড.জহুরুল হায়দার বাবু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ।  নারী দিবসের অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তরা হলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মুনজুর আলম,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম মহসীন উল মুলক,বিশেষ পিপি ও শ্যামনগর ইউপি চেয়ারম্যান এ্যাড.জহুরুল হায়দার বাবু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন,মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, মানবেন্দ্র দেবনাথ, শিক্ষক  রনজিৎ বর্মন,  বাবর আলী,মতিউর রহমান ও মনিরুল ইসলাম। সম্মাননা প্রদান করেন  নকশীকাঁথার সভাপতি শাহানা হামিদ। নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

সাতক্ষীরা শহরের কামালনগর গলায় ওড়না পেঁচিয়ে ইরানী আফরোজ তানু (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।