ব্যাট হাতে সবার উপরে সাকিব-মুশফ

গতকাল হঠাৎ হাঁকাতে গিয়ে আউট মুশফিক
চলতি বছর টেস্টে সবচেয়ে বেশি রানের কৃতিত্ব বাংলাদেশের দুই ব্যাটসম্যান সাকিব-মুশফিকের। ব্যাট হাতে ২০১৭ সালে টেস্টের ৭ ইনিংসে সাকিব আল হাসানের সংগ্রহ সর্বাধিক ৪১১ রান। আর পাঁচ ইনিংসে মুশফিকুর রহীমের সংগ্রহ ৪০৭। এতে মুশফিকুর রহীমের রানের গড় ১০১.৭৫। বাংলাদেশ অধিনায়ক মুশফিকের প্রতিটি ইনিংসই ভিন দেশের মাটিতে। চলতি বছর একাধিক টেস্ট খেলা ব্যাটসম্যানদের মধ্যে ১০০.০০ গড় রয়েছে কেবল নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের। তবে কিউই অধিনায়কের তিন ম্যাচই নিজ মাটিতে। গেল জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের দুই ইনিংসে মুশফিক করেন ১৫৯ ও ১৩*। আর গত মাসে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে মুশফিক খেলেন ১২৭ ও ২৩ রানের ইনিংস। গল টেস্টের প্রথম ইনিংসে উইকেট দেয়ার আগে মুশফিক করেন ৮৫ রান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসের সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১০৬ রানের জুটি গড়েন মুশফিকুর রহীম। টেস্টে বাংলাদেশের সপ্তম উইকেট জুটিতে পঞ্চম সর্বোচ্চ রানের রেকর্ড এটি। গল মুশফিকের কাছে পয়মন্ত ভেন্যুই। এখানে খেলা তার একমাত্র টেস্টে ২০১২-১৩-এর সফরে ২০০ রানের অসাধারণ ইনিংস খেলেন মুশফিকুর রহীম। টেস্টে বাংলাদেশের এটি প্রথম ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি।  চলতি বছর চার টেস্টে সাকিব আল হাসানের রানের গড় ৫৮.৭১। এতে ওয়েলিংটন টেস্টে সাকিব খেলেন ২১৭ রানের দারুণ ইনিংস। আর হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে সাকিব করেন ৮২ রান। চলতি বছর টেস্টের সাত ইনিংসে সাকিবের সংগ্রহ ২১৭, ০, ৫৯, ৮, ৮২, ২২ ও ২৩।
Please follow and like us:

Check Also

সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার বাড়িতে চলছে কান্না

সাতক্ষীরা সংবাদদাতাঃ গত শুক্রবার দুপুর ১২টার দিকে রাজিয়াদের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে যেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।