খিলগাঁওয়ে র‍্যাবের ওপর হামলাচেষ্টা, নিহত ১

ক্রাইমবার্তা রিপোট:রাজধানীর খিলগাঁও থানাধীন শেখের জায়গা এলাকায় মোটরসাইকেলে বিস্ফোরক নিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তল্লাশি চৌকিতে হামলার চেষ্টা হয়েছে। এ সময় গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করেছে র‍্যাব। ঘটনাস্থলটি র‍্যাব ঘিরে রেখেছে।

আজ শনিবার ভোররাত ৪টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।

র‍্যাব ৩-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তুহিন মাসুদ সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তবে, কখন হামলা হয়েছে সে বিষয়ে ব্রিফিংয়ে জানানো হবে বলে জানান তিনি।

র‍্যাবের এই কর্মকর্তা আরো জানান, হামলায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন।

এর আগে গতকাল রাজধানীর উত্তরার আশকোনা এলাকায় হজক্যাম্পে র‌্যাবের অস্থায়ী কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ওই হামলার দায় স্বীকার করেছে ‘ইসলামিক স্টেট (আইএস)’। আমাক ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে সংগঠনটির নামে এই হামলার দায় স্বীকার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

আইএসের সংবাদমাধ্যম হিসেবে পরিচিত ‘আমাক’-এ বলা হয়েছে, ঢাকায় র‍্যাব বাহিনীর একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালিয়েছে। একজন যুবকের নিহত হওয়ার খবরও সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযানে চারজন নিহতের ঘটনার এক দিন পর গতকাল শুক্রবার এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।

Check Also

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রাণনাশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে গ্রেফতার করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।