মালদ্বীপের ‘নীল নয়না’ মডেলের বাংলাদেশে আত্মহত্যা

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:মালদ্বীপের ‘নীল নয়না’ খ্যাত মডেল রাউধা আতিফ বাংলাদেশের রাজশাহীতে আত্মহত্যা করেছেন।

রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

বুধবার দুপুরে ওই কলেজের হোস্টেলের একটি কক্ষ থেকে রাউধার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে লাশ পাঠানো হয়।

রাউধার বাবার নাম মোহাম্মদ আতিফ। মায়ের নাম আমিনা মহাসিমাত

রাজশাহীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, রাউধা মহিলা হোস্টেলের ২০৯ নম্বর কক্ষে একাই থাকতেন। বুধবার বেলা ১১টার দিকে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখে সহপাঠিরা কলেজ কর্তৃপক্ষকে জানান।

এরপর তারাই দরজা ভেঙে কক্ষের ভেতর ঢুকে লাশ নামায়। এসময় সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দেয়া হয় বলে জানান তিনি।

ওসি আরও জানান, রাউধা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে বিষয়টি স্পষ্ট করে বলা যাবে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারাও ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছেন।

হোস্টেলের ইনচার্জ ডা. লাইলা আক্তার জানান, বিদেশী কোটার ছাত্রী ছিলেন মালদ্বীপের রাউধা। তিনি গত বছরের ১৪ জানুয়ারি ওই কক্ষে উঠেছিলেন। ওই ব্লকে শুধু বিদেশী শিক্ষার্থীরাই থাকেন।

তবে কী কারণে রাউধা আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০ বছর বয়সী রাউধা বিখ্যাত ভোগ ম্যাগাজিনের কাভারে মডেল হিসেবে জায়গা পেয়েছিলেন। দুই বছর আগে তুরস্কের একটি সমুদ্র সৈকতের পানিতে ক্যামেরাবন্দি হন রাউধা। তার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ছবি।

তার নীল চোখের দৃষ্টি সবার নজর কাড়ে। মডেলিংয়ের পাশাপাশি ডাক্তার হওয়ার বড় স্বপ্ন ছিল তার। মূলত ডাক্তারিকেই পেশা হিসেবে নিতে চেয়েছিলেন রাউধা।

 

Please follow and like us:

Check Also

ডিপজলের কাছে কত ভোটে হারলেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।