তালায় গণহত্যা’৭১ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট:আকবর হোসেন,তালাঃ তালা উপজেলায় ১ এপ্রিল সকাল ১০টায় তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় চত্বরে গণহত্যা’৭১ বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় ও মুক্তিযোদ্ধা আ: সালাম গণ-গ্রন্থাগারের আয়োজনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সারাদেশের ন্যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরার তালা, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ও সন্নিহিত উপজেলায় পাকিস্তানী সেনাবাহিনী তাদের এদেশিয় দোসরদের সহায়তায় নারকীয় ও বিভৎস্য গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ চালায়।25 গণহত্যার শিকার শহীদদের স্মরণে ও জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে শনিবার সংলাপে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য জনাব এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মফিজ উদ্দীনের সভাপতিত্বে এবং শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় সংলাপে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহন করেন শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী যথাক্রমে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাতক্ষীরা জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন মশু, বটিয়াঘাটা সদর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, মুক্তিযোদ্ধা অধ্যাপক বাবু সুভাষ চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা অধ্যাপক মোড়ল আবু বকর, এম ময়নুল ইসলাম, চুকনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, অধ্যাপক হাসেম আলী ফকির, বাবু শ্যামল কুমার বিশ^াস, কৃষ্ণেন্দু বিশ^াস, বিপদ জ্ঞান গোলদার, সুকৃতি বিশ^াস, চিত্তরঞ্জন গাইন, লায়লা পারভীন সেজুতি, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লসহ শহীদ পরিবারের সদস্য ও অনেক প্রত্যক্ষদর্শী। সংলাপ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম। এ সময়, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন এবং তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা ১৯৭১ সালের গণহত্যার বিবরণ তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতেই রণ সঙ্গীত, জাতীয় সঙ্গীত এবং গণহত্যা বিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হয়। উক্ত সংলাপে ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সহ¯্রাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Check Also

তালায় ৬০ বছর ধরে অবৈধ দখলে থাকা ৩৩ বিঘা সরকারি জমি উদ্ধার

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন তালা উপজেলার মির্জাপুর নামক স্থানে ১১.২৬ একর (প্রায় ৩৪ বিঘা) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।