নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ক্রাইমবার্তা রিপোট:নওগাঁ সংবাদদাতা ঃ7
“আসুন, বিষন্নতা নিয়ে কথা বলি” এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে সিভিল সার্জন চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালীটির উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিরুল ইসলাম। জেলার এসজিও সমুহের সহযোগিতায় সিভিল সার্জন অফিস এর আয়োজন করে। পরে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এক আলোচনা সভায় অনুষ্ঠিতহয়। সিভিল সার্জন ডাঃ রওশন আরা খানমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, সদর হাসপাতালের তত্বাবধায়ক শিশু বিশেষজ্ঞ ডাঃ এমদাদুল হক, বি,এম,এর সাধারন সম্পাদক ডাঃ মাহবুব আলম সিদ্দিকী, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডাঃ কামরুল আহসান টিপু,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাম্মান ফায়িকা, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েশ উদ্দীন, রানির প্রধান নির্বাহী ফজললুল হক খান, শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা স্বাস্থ্য দিবসের উপর বিস্তারিত আলোচনা করেন। তবে, পরিবার পরিকল্পনা বিভাগ এই প্রথম জাতীয় দিবসে অংশ গ্রহন করলেন।#

Please follow and like us:

Check Also

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।