সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাকে মারপিটের ঘটনায় আলোচিত দারোগা সাময়িক বরখাস্ত

ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরায় আব্দুর রশিদ (৭৫) নামে এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে পুলিশ ও প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনী মিলে পিটিয়ে আহত করার ঘটনায় সাতক্ষীরা সদর থানার আলোচিত এসআই রমজান আলিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।। 19

রোববার রাতে সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন তাকে সাময়িক বরখাস্ত করেন।
উল্লেখ্য, সাতক্ষীরা সদরের রসুলপুর গ্রামের ১৫ শতক জমির উপর ঘর নির্মান করে থাকেন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের পরিবার। সম্প্রতি একই এলাকার মুন্না উক্ত জমি জবর দখল নিতে থানায় একটি অভিযোগ দায়ের করে। শনিবার পুলিশ ঘটনাস্থলে যেয়ে মুক্তিযোদ্ধার ছেলে তরিকুল ইসলামকে গ্রেফতার করে আবার সন্ধ্যায় ছেড়ে দেয়। একই দিন রাত ১২ টার দিকে সদর থানার এসআই রমমান নেতৃত্বে নেতৃত্বে ১০/১২ জন পুলিশ প্রতিপক্ষ মুন্না ও মিলন হোসেন উক্ত বাড়িতে যেয়ে মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে মারপিট করে আহত করে। রমজান দারোগা যাওয়ার সময় বলে এসেছে তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোদের জামায়াতের মামলায় ঢুকিয়ে দেব। বোম মেরে তোদের উড়িয়ে দেব। যত তাড়াতাড়ি পারিস বাড়ি ছেড়ে অন্যত্র চলে যা।

সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন মুঠোফোনে বলেন, মুক্তিযোদ্ধাকে মারপিট ও আহত করার ঘটনায় দারোগা রমজান আলিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।