মিয়ানমারে পানি উৎসবে নিহত ২৮৫, আহত ১০৭৩

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারে চার দিনব্যাপী পানি উৎসব চলাকালে দেশব্যাপী ২৮৫ জনের প্রাণহানি ও এক হাজার ৭৩ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার মিয়ানমারের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট একথা জানায়।

গত বছরের এ উৎসব চলাকালে যত লোকের প্রাণহানি ঘটে এ বছর তার চেয়ে ১৩ জন বেশি মারা যান।5

এদিকে এ পানি উৎসব চলাকালে বিভিন্ন ঘটনায় মোট এক হাজার দুই শ’ মামলা হয়েছে।

এদের মধ্যে নেপিতাওয়ে ১০ জন, ইয়াংগুনে ৪৪ জন, মান্দালেতে ৩৬ জন, সাঙ্গাইং অঞ্চলে ২৬ জন, তানিনথারি অঞ্চলে ১১ জন, বাগো অঞ্চলে ৩৭ জন, মাগওয়ে অঞ্চলে ১১ জন, মন স্টেটে ২০ জন, রাখাইনে ১৭ জন, শান স্টেটে ২৯ জন ও আইয়াওদি অঞ্চলে ২৮ জনের মৃত্যু হয়।

গত বছর এ উৎসব চলাকালে মোট ২৭২ জনের প্রাণহানি ও এক হাজার ৮৬ জন আহত হন।

 

Please follow and like us:

Check Also

আবুল কাশেম কোন প্রতিহিংসার রাজনীতি করেননি,তাই জনগণ তাকে বার বার নির্বাচিত করতেন: সাতক্ষীরায় মিয়া গোলাম পরওয়ার

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি, বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।