বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭১.৬ বছর

ক্রাইমবার্তা রিপোট:বাংলাদেশের মানুষের গড় আয়ু আরেক ধাপ বেড়ে হয়েছে ৭১ বছর ৬ মাস, যা ২০১৬ সালে ছিল ৭০ বছর ৯ মাস। এক বছরের ব্যবধানে গড় আয়ু ৯ মাস বেড়েছে।6

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) তথ্যের বরাত দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭১ বছর ৬ মাসে দাঁড়িয়েছে। এরমধ্যে পুরুষের গড় বয়স ৭০ বছর ৩ মাস এবং নারীদের ৭২ বছর ৯ মাস।
এর আগে গত বছর বিবিএসের স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০১৫ জরিপের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭০ বছর ৯ মাস নির্ধারণ করা হয়েছিল।
২০১১ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৬৯ বছর। এরপর গত ছয় বছরে প্রত্যাশিত আয়ুষ্কাল আড়াই বছর বেড়েছে।

Check Also

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে: স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে রাষ্ট্রপতি

মহান স্বাধীনতা দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।