স্ত্রীর কারণে জঙ্গি আবু’

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৭, ১৪:৫১:৫২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরের শিবনগর গ্রামের ‘জঙ্গি আস্তানায়’ পরিচালিত অভিযানে নিহত আবুল কালাম আজাদ ওরফে আবু ওরফে রফিকুল ইসলাম
অ-অ+

স্ত্রী সুমাইয়ার কারণে আবুল কালাম আজাদ ওরফে আবু জঙ্গি হন বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছেন।

শুক্রবার সকালে নিজ বাড়িতে আবুর মা ফুলসানা বেগমসহ পরিবারের সদস্যরা সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

তারা আবুর লাশ নিবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে আবুর জীবিত দুই কন্যাশিশুর সব দায়িত্ব নিতে চেয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরের শিবনগর গ্রামের ‘জঙ্গি আস্তানায়’ পরিচালিত অভিযানে আবুল কালাম আজাদ ওরফে আবু ওরফে রফিকুল ইসলামসহ ৪ জঙ্গি নিহত হয়।

সেখান থেকে আবুর স্ত্রী সুমাইয়া ও চার বছরের মেয়ে সাহিদাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরেক মেয়ে নুরী (৭) তার নানীর কাছে রয়েছে।

সুমাইয়া ও সাহিদাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার নিজ বাড়িতে জঙ্গি আবুর খালাতো বোন ইনজিমার বলেন, ‘ভাবীর কারণে আমার ভাইয়ের (আবু) আজকে এই পরিণতি হল।’

তিনি বলেন, ‘বিয়ের আগে ভাই ভালো ছিল। বিয়ের পরই পাল্টে যেতে থাকে।’

শ্বশুর বাড়ির লোকজন আবুকে খারাপ করেছে বলেও দাবি করেন ইনজিমার।

তিনি আরও জানান, দুই ভাতিজির দায়িত্ব তারা নেবেন। নিজেদের মতো করে মানুষ করবেন তাদের।

ইনজিমা কথা বলার সময় তার পাশে অসুস্থ অবস্থায় শুয়ে ছিলেন আবুর মা। তবে বাবা ও ছোট ভাই ধান কাটতে মাঠে গেছেন

Please follow and like us:

Check Also

নতুন যোগ হচ্ছে ২০ লাখ দরিদ্র

মূল্যস্ফীতির কশাঘাত মোকাবিলায় ২০ লাখ ২৬ হাজার দরিদ্র মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।