আমের গুটি কেটে এ কেমন শত্রুতা?

ক্রাইমবার্তা রিপোট:রংপুরে বদরগঞ্জ উপজেলায় আবদুল আজিজ নামে এক চাষির প্রায় ৭০ মণ হাড়িভাঙ্গা আমের গুটি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার গভীর রাতে উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ওসমানপুর খৈদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার বদরগঞ্জ থানায় একটি মামলা করেছেন আবদুল আজিজ।

আমের বাগান কিনতে না পারায় এই সর্বনাশ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই আম চাষী।

অভিযোগে জানা গেছে, ওই গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে আবদুল আজিজ একজন ফল চাষি। তার বাড়িতে দুটি হাড়িভাঙ্গা আমের বাগান আছে। চলতি মওসুমে তার বাগানে আমের ফলন ভালো হয়েছে।

গত বছরে বাগান থেকে সাড়ে চার লাখ টাকার আম বিক্রি করেছেন আবদুল আজিজ। এবার প্রতিবেশী তছলিম উদ্দিন তার আম বাগান কিনতে চাইলে গত বছরের ১ লাখ ২০ হাজার টাকা বাকি থাকায় তিনি রাজি হননি।

আবদুল আজিজ অভিযোগ করেন, এ কারণে তছলিম উদ্দিন সন্ত্রাসী বাহিনী দিয়ে তার বাগানের দেড় লক্ষাধিক টাকার অপরিপক্ক প্রায় ৭০ মণ আমের গুটি কেটে ফেলেছে।

তবে তছলিম উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেছেন।

 

Check Also

এনএসআইয়ের গোপন তথ্যে ১৯৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার: জরিমানা সাতক্ষীরা সদরের খবর,

এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ১৯৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের পর জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।