আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদী দখলের পাঁয়তারা পাইকগাছায় অস্ত্র মামলা দিয়ে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন

ক্রাইমবার্তা রিপোট:পাইকগাছা প্রতিনিধি ॥পাইকগাছায় জনৈক সেনা সদস্য প্রতিপক্ষের দখলীয় জলমহল দখলের জন্য অস্ত্র মামলায় জড়িয়ে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জবর দখলের পাঁয়তারার অভিযোগে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আমিরপুর গ্রামের এবিএম এনামুল হকের স্ত্রী সুলতানা পারভীন সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘদিন ধরে বহুল আলোচিত জলমহল নিয়ে জনৈক সেনা সদস্য আব্দুর রব গংদের সাথে তার স্বামীর বিরোধ চলে আসছে।20 যা নিয়ে একাধিক সংঘর্ষ ও মামলার ঘটনা ঘটেছে। এজাহার নামীয় মামলায় তার স্বামী এনামুলকে ১৫ মে খুলনা থেকে পুলিশ আটক করে। এ দিকে মিনহাজ নদীর তীরে অবস্থিত খোলা মেলা লীজ ঘেরের বাসায় অস্ত্র আছে এ সংবাদে পুলিশ এনামুলকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে একটি পাইপ, কয়েক রাউন্ড গুলি ও ৩টি ককটেল উদ্ধার করে। যা তার প্রতিপক্ষরা সেখানে রেখে তার স্বামীকে ফাসিয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এদিকে খুলনা ৪র্থ জজ আদালতে সম্প্রতি দেয়া ৪৯/১৬ মামলায় স্থিতিবস্থা থাকার পরও সেখানে প্রতিপক্ষ রব গং অতর্কিতভাবে তার স্বামীর লোকদের উপর মামলা চালিয়ে মারাত্মক জখম করে এবং দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মহড়া দিতে থাকলে সেখানে পুলিশ মোতায়েন হয়। সেখানে পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে প্রশাসনের পক্ষ থেকে স্বাভাবিক অবস্থা বজায় রাখতে ১৪৪ ধারা জারী করা হয়। এদিকে মিথ্যা ও হয়রানীমূলক মামলা থেকে রেহাই পেতে সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনে।

পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন পরিষদর বাজেট ঘোষণা
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন পরিষদের ২০১৭ – ১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার বিকেলে গদাইপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় নিজস্ব উন্নয়ন তহবিলের বিভিন্ন উৎস থেকে ১ কোটি ৬৩ লাখ ২২ হাজার ৮১০ টাকা আয় ও সমপরিমাণ অর্থ ব্যয় দেখানো হয়েছে। বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন। উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, জগন্নাথ দেবনাথ, রোজিনা বেগম, আজিজুর রহমান, আবু হাসান, মনিরা বেগম, এম,এ সাত্তার, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, খন্দকার সুফিয়া বেগম, জবেদ আলী গাজী, আব্দুল হাকিম গাজী, এনজিও প্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ইউনিয়ন পরিষদের ৯জন ভূমি দাতাকে আ-জীবন সম্মাননা প্রদান ও তালিকাভূক্ত ১৬জন বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

Please follow and like us:

Check Also

রাজাপুর আল- হেরা জামে মসজিদের কমিটি গঠন

সাদী হাসান, চাম্পাফুল প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা রাজাপুর আল- হেরা জামে মসজিদে নতুন কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।