কান উৎসবের ৭০তম আসর, উদ্বোধনীতে দীপিকা

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:জমকালো আয়োজনে কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসর শুরু হয়েছে বুধবার। হলিউডসহ বিশ্বের বড় বড় চলচ্চিত্র তারকার পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকারাও।

কান উৎসবের ৭০তম আসর, উদ্বোধনীতে দীপিকা

১৭ মে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসব চলবে ২৮ মে পর্যন্ত।

এনডিটিভির খবরে বলা হয়, এবারই প্রথম বিশ্বের বড় কসমেটিক কোম্পানি ল’রিয়েল প্যারিসের প্রতিনিধি হিসেবে কান চলচ্চিত্র উৎসবের উৎসবের প্রথম দিনে লালগালিচায় পা রাখলেন দীপিকা পাডুকোন।

কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে লালগালিচায় বেশ সাহসী পোশাকেই দেখা গেছে ‘বাজিরাও মাস্তানি’ খ্যাত বলিউডের অভিনেত্রীকে।

কালো রঙের বিশেষ গাউনের সঙ্গে দীপিকার আঙুলে শোভা পাচ্ছিল ডি গ্রিসোগোনো জুয়েলারির আংটি। এ ছাড়া জিমি চো ব্র্যান্ডের হিল পরে কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন ৩১ বছর বয়সী দীপিকা।

কানের লালগালিচায় পা রাখার কিছুক্ষণের মধ্যেই আলোকচিত্রশিল্পীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন লাস্যময়ী এই অভিনেত্রী।

এবারের উৎসব উপলক্ষে বেশ আগেভাগেই উপস্থিত হয়েছিলেন দীপিকা। লালগালিচায় হাঁটার আগে কান শহরে নিজের ফটোশুট করতে ভোলেননি তিনি। এর পরপরই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবিগুলো ভক্তদের সঙ্গে ভাগাভাগিও করে নেন এই তারকা।

এলিজাবেথ সল্টজম্যানের ডিজাইন করা লাল গাউন পরে কান শহরে ফটোশুট করেন দীপিকা।

যদিও কান চলচ্চিত্র উৎসবে এটাই দীপিকার প্রথম আগমন নয়। এর আগে ২০১০ সালে কানের লালগালিচায় দেখা গিয়েছিল দীপিকাকে। তবে এবার ল’রিয়েল প্যারিসের প্রতিনিধি হিসেবে উৎসবে অংশ নিয়েছেন তিনি।

প্রথম দিন দীপিকা ছাড়াও ল’রিয়েল প্যারিসের প্রতিনিধি হিসেবে উৎসবে যোগ দিয়েছেন এলি ফ্যানিং, জুলিয়ানা মুর, সুসান সারাদনের মতো হলিউড তারকারা। উৎসবে তাদের সঙ্গেও ফ্রেমবন্দি হন দীপিকা।

এবারের উৎসবে দীপিকার সঙ্গে আরো যোগ দেবেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর। তারাও ল’রিয়েল প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবে এবারের কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছেন।

 

Check Also

সিরিয়াতেই থাকতে হবে ‘আইএস বধূকে’, বাংলাদেশি বংশোদ্ভূত কে এই শামীমা?

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতে ২০১৫ সালে যুক্তরাজ্য থেকে সিরিয়ায় পালিয়ে যাওয়া শামীমা বেগম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।