মক্কা-মদিনা আক্রান্ত হলে সৈন্য পাঠাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ক্রাইমবার্তা রিপোট:মক্কা ও মদিনা আক্রান্ত বা হুমকিতে পড়লে বাংলাদেশ সৈন্য পাঠাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

বাংলাদেশের সম্ভাব্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে অংগ্রহণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

মক্কা-মদিনা আক্রান্ত হলে সৈন্য পাঠাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে কেন মক্কা ও মদিনার হুমকিতে পড়া বা আক্রান্ত হ্ওয়ার প্রশ্ন আসছে তার কোন ব্যাখ্যা দেননি পররাষ্ট্রমন্ত্রী । প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে আরব-মুসলিম-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনে যোগ দেবেন যাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আইএস বিরোধী জোটের সদস্যরা অংশ ন্ওেয়াার কথা রযয়েছে।

সম্মেলনে প্রায় বিশটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ যোগ দেবেন বলে রাজনৈতিক ভাবে এটিকে গুরুত্ব দ্ওেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলছেন মক্কা ও মদিনা মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্রতম স্থান।

সে কারণেই মুসলিম সংখ্যাগরিষ্ঠতা দেশ হিসেবে বাংলাদেশের দাযয়িত্ব¡ রয়েছে বলে মনে করে বাংলাদেশ।

কিন্তু সামরিক জোটে গিয়ে কী লাভ হবে বাংলাদেশের ? এর মধ্য দিয়ে বাংলাদেশ সৌদি ও ইরানের দ্বন্দ্বের মধ্যে ঢুকে যাচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন এর কোন সম্ভাবনা নেই।

বরং তার মতে প্রস্তাবিত সামরিক জোট মধ্যপ্রাচ্যে শান্তি আনতে সহায়তা হবে. এমনকি ইসরায়িল ফিলিস্তিন বিরোধী নিরসনেও সেটি সহায়ক হবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, “বাংলাদেশ সেটাই চায়।

পররাষ্ট্রমন্ত্রী র্আও বলেন, ” রিয়দের অনুষ্ঠিতব্য সম্মেলনে আগামী দিনে সন্ত্রাস মোকাবেলা, ফিলিস্তিন সংকটসহ এ অঞ্চলে চলমান ভূ-রাজনৈতিক বিষয়াবলী নিয়ে  গুরুত্ব আলোচনা হবে বলে ধারণা করা যায় এবং প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরদ্ধে সুদৃঢ় অবস্থান তুলে ধরবেন”

 

Please follow and like us:

Check Also

নতুন যোগ হচ্ছে ২০ লাখ দরিদ্র

মূল্যস্ফীতির কশাঘাত মোকাবিলায় ২০ লাখ ২৬ হাজার দরিদ্র মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।