ম্যানচেস্টারে হামলাকারী সালমান আবেদি: পুলিশ

ম্যানচেস্টারে হামলাকারী সালমান আবেদি: পুলিশ
ম্যানচেস্টারে হামলাকারী সালমান আবেদি: পুলিশ ডেস্ক: যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের অ্যারেনায় সোমবার রাতে পপ কনসার্টের পর সেখানে যে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল, ওই হামলাকারীর নাম সালমান আবেদি। এমন দাবি ব্রিটেন পুলিশের।

২২ বছরের ওই হামলাকারীর জন্ম ম্যানচেস্টারে এবং তার পরিবার এসেছে লিবিয়া থেকে।

সোমবার রাতের ওই হামলায় ২২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৫৯ জন।  বহু মানুষ এখনও নিখোঁজ।

হামলার একদিন পর বুধবার বিবিসির এক প্রতিবেদনে আরও বলা হয়, এ পর্যন্ত তিনজন নিহতের নাম প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে সাফি রোজ রুসসের বয়স ৮ বছর ।

ম্যানচেস্টারের পুলিশ বলছে, সালমান আবেদি এই হামলা একা চালিয়েছে নাকি তার আরও কোনো সহযোগী ছিল, সেটাই এখন তাদের অনুসন্ধানে অগ্রাধিকার পাচ্ছে।

ম্যানচেস্টারের অ্যালবার্ট স্কোয়ারে পৌরভবনের বাইরে মানুষজন নিহতদের স্মরণ করছে।

ধারণা করা হচ্ছে, সালমান আবেদি অ্যারেনার প্রেক্ষাগৃহের চত্বরে ব্রিটিশ সময় রাত সাড়ে ১০টার পর বোমা ফাটিয়ে আত্মঘাতী হয়।

সেসময় আমেরিকান সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্দের কনসার্ট শেষে তার ভক্তরা হল ছেড়ে বের হতে শুরু করেছিল।

নিহত আট বছরের সাফি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। অপর নিহত জর্জিনা- কলেজছাত্রী।

আহতরা শহরের আটটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১৬র কমবয়সী ১২জন শিশু রয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী টেরেসা মে তার বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে এক বিবৃতিতে বলেছেন, এই বোমা হামলা একটা “নির্মম সন্ত্রাসী হামলা”। এর লক্ষ্য ছিল “অসহায় শিশু কিশোর।”

যুক্তরাজ্যে ২০০৫ সালে ৭ জুলাই চালানো সন্ত্রাসী হামলার পর এটাই সবচেয়ে বড়ধরনের আত্মঘাতী হামলা। ২০০৫এর হামলায় মারা গিয়েছিল ৫২জন।

Please follow and like us:

Check Also

বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৮ জলদস্যু গ্রেফতার

বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ অপহরণে যুক্ত ৮ জলদস্যুকে আটক করেছে সোমালিয়ার পুলিশ। রোববার জাহাজটিকে মুক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।