হ্যাঙ্গিং পার্লামেন্টে’ কিভাবে বিচারপতি অপসারণ হবে : প্রধান ‘বিচারপতি

ক্রাইমবার্তা রিপোট: সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলে কিভাবে বিচারপতির অপসারণ করা হবে এমন প্রশ্ন রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার অ্যামিকাস কিউরি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের মতামত উপস্থাপনের সময় এমন প্রশ্ন তোলেন আদালত। আদালত বলেন, ‘এখন না হয় সংখ্যাগরিষ্ঠতা আছে। কিন্তু কোনও সময় যদি না থাকে? যদি হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়, তাহলে কী হবে? কিভাবে অপসারণ করা হবে? তখন তো একটা ভেকুয়াম (শূন্যতা) সৃষ্টি হবে।’
জবাবে রোকনউদ্দিন মাহমদ বলেন, ‘আমার লিখিত সাবমিশনে এটা আছে। আমি নিজেও এ প্রশ্ন তুলেছি।’2
উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে সংবিধানের আনা ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে বৃহস্পতিবার এসব কথা হয়। বৃহস্পতিবার সপ্তম দিনের মতো শুনানি চলছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ শুনানিতে বৃহস্পতিবার আমিকাস কিউরি রোকনুদ্দিন মাহমুদের বক্তব্য শুনছেন। এর আগে ছয় দিন শুনানি করেন রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য গত ৮ মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। এরপর ৯ মে শুনানি শেষে ২১ মে পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ। পরে ২১ মে রবিবার থেকে ধারাবাহিকভাবে শুনানি চলছে।

Please follow and like us:

Check Also

‘জলবায়ুু পরিবর্তন’ —– ঝুঁকিতে উপকূলের ৪০ শতাংশ কৃষিজমি

বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দুই লাখ ৪০ হাজার কৃষকের আবু সাইদ বিশ্বাস,সাতক্ষীরাঃ ‘জলবায়ুু পরিবর্তনে সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।