আবারও শ্রমিকদের সাথে কাজ করলেন এমপি জগলুল হায়দার

ক্রাইমবার্তা রিপোট:ডি এম আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি পূর্বের স্থানের পাশে আবারও ভয়ানক ভাঙ্গন দেখা দিয়েছে। জানতে পেরেই আজ ২৭ শে মে, ২০১৭ ইং ভোর বেলা ফজরের আযানের পরপরই ভাঙ্গনস্থলে উপস্থিত হন সাতক্ষীরা – ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার। তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ভালভাবে সকালের আলো ফোটে নি এবং শ্রমিকরাও কাজে আসে নি।18 এরপর শ্রমিকরা আসলে তাদের সাথে কাজে লেগে যান এমপি মহোদয়। আবারও এমপি সাহেবকে লুঙ্গি পড়ে, মাথায় মাটির ঝুড়ি নিয়ে কাজ করতে দেখে পূর্বের ন্যায় ভীষণ খুশি হন শ্রমিকরা। কাজ করার পর বিরতিতে শ্রমিকদের সাথে মাটিতে বসে তাদের নিয়ে আসা পিঁয়াজ, কাঁচা মরিচ ও আম দিয়ে সকালের পান্তা ভাত খান জগলুল হায়দার এমপি।

শ্যামনগরে পুশ কৃত ৪৫ কেজি চিংড়ি জব্দ ও ৩৫ হাজার টাকা জরিমানা

ডি এম আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর প্রতিনিধি: আজ ২৭ মে শনিবার দুপুর ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার বংশীপুরে পুশ বিরোধী অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ ফারুক হোসাইন সাগর। অভিযানকালে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রন) বিধিমালা ১৯৯৭ (সংশোধিত বিধি মালা ২০০৮) এর বিধি ৫(২),৫(৪) ও ৫(৫) লংঘনের দায়ে মেসার্স ছাজিম ফিসকে ২৫,০০০/(পঁচিশ হাজার) টাকা ও একই অপরাধে ফড়িয়া মোঃ নূর ইসলাম (ইসমাইল পুর,বংশীপুর) কে ১০,০০০/ (দশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া পুশ কৃত মোট ৪৫ কেজি চিংড়ি রাস্তা উপরে ফেলে কেরোসিন সহযোগে বিনষ্ট করেনন। যার আনুমানিক মূল্য ৩৬,০০০/(ছত্রিশ হাজার) টাকা। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের সহকারি মৎস্য অফিসার মোঃ শরিফুল ইসলাম, ক্ষেত্র সহকারি জিএম আনিসুর রহমান ও সুরুজ মিয়া।

 

Please follow and like us:

Check Also

শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে কে কোন প্রতীক পেলেন

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।