ফুলবাড়িয়ার আবু বক্কর সিদ্দিক মেম্বারের নানা আয়োজনে মধ্য দিয়ে সেরা সাঁতারু মুক্তি কে বরন

ক্রাইমবার্তা রিপোট:জিয়ারুল ইসলামঃ-গতকাল রাত ১০ টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সেরা সাতারুর খোজে প্রতিযোগীতার পুরস্কার গ্রহন শেষে মুক্তি যখন এলাকাতে আসে তাকে আবু বক্কর সিদ্দিক মেম্বার আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেন। 12

মুক্তি খাতুন। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া নিমতলা গ্রামের মুক্তার হোসেনের মেয়ে। মুক্তি সর্বপ্রথম বাংলদেশ আনসার একাডেমির হয়ে খেলা শুরু করে ২০১০সালে। বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহন করে স্বর্ণ, রৌপ্যসহ বেশ কিছু মেডেল লাভ করে। বাংলদেশ সুইমিং ফেডারেশন সেরা সাঁতারুদের খোজে-২০১৬, বাছাই প্রতিযোগিতার আয়োজন করলে সারা বাংলদেশ থেকে প্রায় ১৩ হাজার সাতারু অংশগ্রহণ করে। খেলাটিতে শেষ পযর্ন্ত সেরা আটে এসে দাড়ায় মুক্তি। তখন থেকেই ভাগ্যের চাকা ঘুড়তে শুরু হয় মুক্তির। সে ১৫ -১৭ বছরের বালিকাদের মধ্যে ৫০ মিটার বেষ্ট ষ্টোক ও ফ্রী স্টাইল খেলায় ১ম স্থান অধিকার করেন। পাচ লক্ষ টাকা পুরস্কার হিসেবে পায় স্বয়ং প্রধানমন্ত্রীর হাত থেকে। ফুলবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আবু বক্কর সিদ্দিক জানান, মুক্তি আমাদের, কুষ্টিয়া জেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গর্ব মুক্তি নয়, সে সারা বাংলদেশের গর্ব। মুক্তিকে সেরা সাঁতারু হিসেবে নির্বাচিত করায় বাংলদেশ সুইমিং ফেডারেশন ও বাংলদেশ নৌবাহিনীর সার্বিক সহযোগিতা করায় তাদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই জাতীয় খেলা আরো আয়োজন করার জন্য প্রস্তাব রাখেন। দেশের অহংকারকে অক্ষুন্ন রাখতে তিনি সদা প্রস্তুত তাকে সার্বিক সহযোগীতাসহ তার পাশে থাকার কথাও জানালেন তিনি।

 

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।