চাঁদাবাজির অভিযোগে বাড্ডা থানার ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

চাঁদাবাজির অভিযোগে বাড্ডা থানার ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
চাঁদাবাজির অভিযোগে বাড্ডা থানার ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা: রাজধানীর বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল, এসআই শহীদ, এএসআই দ্বীন ইসলাম ও এএসআই আব্দুর রহিমসহ ৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।

রোববার সকালে ঢাকা মহানগর মূখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন নুরুন নাহার নাছিমা বেগম নামের উত্তর বাড্ডার এক বাসিন্দা।

মামলার বাকি চারজন হলেন উত্তর বাড্ডার আতাউর রহমানের কাইচারের স্ত্রী জাহানারা রশিদ রুপা, মৃত আব্দুর রশিদ দেওয়ানের স্ত্রী রোকেয়া রশিদ, সৈয়দ আবু সাঈদের ছেলে আতাউর রহমান কাইচার ও মো. শুকুর আলী।

মামলার এজহারে উল্লেখ করা হয়, মামলার ৫ নং আসামি বাদিনীর সতীনের কন্য জাহানারা রশিদের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এক্ষেত্রে জাহানারা বাদিনীদের বিভিন্ন মামলা মোকাদ্দমার মাধ্যমে হয়রানি করছিল। এ কাজে জাহানারাকে পুলিশ সহায়তা করছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বাড্ডা থানার পুলিশের পক্ষ থেকে বাদিনীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।

Check Also

আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন জিয়াউল ইসলাম জিয়া

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।