ঈদকে ঘিরে গ্রামাঞ্চলে মাদক কারবারিদের রমরমা ব্যবসা !

ক্রাইমবার্তা রিপোট:ঈদ কিংবা পুর্জার মত কোনো ধর্মীয় উৎসব আসলে আগের তুলনায় গ্রামাঞ্চলে মাদকসেবীদের প্রবণতা বেড়ে যায়। এবারের ঈদেও তা ব্যতিক্রম হচ্ছে না। ঈদে শহর থেকে কর্মমুখী মানুষ গ্রামে চলে যাওয়ায় তাই মাদকসেবীদের টার্গেট হয় গ্রাম অঞ্চল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,  ঈদের কয়েকদিন আগে থেকেই মাদক ব্যবসায়ীরা রাজশাহী, রংপুর, গাইবান্ধা, লক্ষ্মীপুরসহ গ্রামাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে কিছুদিন আগে যেসব মাদক কারবারী গাঢাকা দিয়েছিল, তারা আবার এলাকায় ফিরে এসেছে। অভিযোগ পাওয়া গেছে, মাদক ব্যবসায়ীরা স্থানীয় থানার পুলিশকে আগেভাগেই মোটা অঙ্কের উৎকচ দিয়ে এলাকায় ফিরেছে। এর পেছনে রয়েছে কয়েকজন থানার দালাল। তাদের মধ্যে কেউ কেউ নিজেও একসময় মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে অভিযোগ রয়েছে।

তবে পুলিশ দাবি করছে তারা, স্থানীয় ক্ষমতাসীন প্রভাবশালী নেতাদের কারণে অভিযান চালাতে পারছে না। অভিযান চালাতে গেলে বা কাউকে আটক করার পরই তদবিরে অতিষ্ঠ হতে হচ্ছে ওসিসহ অভিযানকারী পুলিশ সদস্যদের। এ অবস্থায় বিপাকে পড়েই অভিযান আপাতত সীমিত করা হয়েছে। আর সেই সুযোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আবারও এলাকায় ফিরে এসে একই পেশায় জড়িয়ে পড়ছে।

তবে দ্রুত এদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করা হবে বলেও দাবি করেন  আইনশৃঙ্খলা বাহিনী। এবারের অভিযান হতে পারে অন্য কৌশলের—এমনটিও যোগ করেন পুলিশ। কিছু কিছু এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী এলাকায় ফেরার পর থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।