বাজেট লুটপাটের, দরিদ্রদের আরো দরিদ্র করবে: বিএনপি

বাজেট লুটপাটের, দরিদ্রদের আরো দরিদ্র করবে: বিএনপি ক্রাইমবার্তা রিপোট: ঢাকা: সরকার লুটপাটের জন্যে এ বাজেট (২০১৭-১৮ অর্থ বছর) পাশ করেছে বলে মন্তব্য করেছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। আজ দুপুরে জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট পাশ হওয়ার পর বিকেলে দলটির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের পক্ষে এ প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন।

আজ বিকেল চারটায় নয়াপল্টন বিএনপি দলীয় কার্যালয়ে  এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রিজভী আহমেদ বলেন, এ বাজেট দরিদ্র জনগোষ্ঠীকে আরো দরিদ্র করবে। বাজেট সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

Please follow and like us:

Check Also

অনিশ্চয়তার নতুন যুগে মধ্যপ্রাচ্য

ইউক্রেন-রাশিয়া রেশ কাটতে না কাটতেই ফিলিস্তিনের গাজায় শুরু হয় ইসরাইলি আগ্রাসন। এরপর থেকে অশান্ত হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।