রাণীশংকৈলে ইউএনওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ক্রাইমবার্তা রিপোট:রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের বিরুদ্ধে অনিয়ম দূর্ণীতির অভিযোগ উঠেছে।13
অভিযোগ ও সরেজমিন সুত্রমতে, উপজেলার রাউৎনগর ভবানিডাঙ্গী গুচ্ছগ্রামের ঘর বরাদ্দে অর্থনৈতিক অনিয়ম দুর্ণীতি করা হয়েছে। প্রকৃত অসহায় হতদরিদ্র ভুমিহীনদের ঘর বরাদ্দ না দিয়ে উৎকোচ গ্রহণের মাধ্যমে ধনবানদের বরাদ্দ দেওয়া হয়েছে। ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসান ও হোসেনগাও ইউনিয়ন ভুমি তহশিলদার সোলেমান আলীর বিরুদ্ধে অভিযোগ ২৯ জুন জেলা প্রশাসক বরাবরে দাখিল করেছে ভুমিহীনরা। উল্লেখ্য, ঘর বরাদ্দকৃতদের মধ্যে নজরুল’র ১২ বিঘা, মোতাল্লেব’র ০৫ বিঘা, সমিরুলের ১০ বিঘা, তালেবের ০৭ বিঘা, হাকিমের ১২ বিঘা, আঃ রাজ্জাকের ০৬ বিঘা, মোঃ শরিফের ১২ বিঘা জমি থাকার সন্ধান পাওয়া গেছে। একই গ্রামের মফিজ মুন্সির ছেলে আক্তার ও হামজুর ছেলে সাত্তার এর মাধ্যমে উৎকোচ বানিজ্য হওয়ার সত্যতা মিলেছে।
এ ব্যাপারে খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, প্রাথমিকভাবে যাচাই বাছাই করেই ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। পুনঃতদন্তে প্রমান হলে তাদের ঘর বরাদ্দ বাতিল হয়ে যাবে।
জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।