সিলেটে ছয় উপজেলায় বন্যা : দুর্ভোগে পানিবন্দি মানুষ

ক্রাইমবার্তা রিপোট: সিলেটের ছয় উপজেলায় টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। হাজার হাজার ঘরবাড়ি, দোকান পাট ডুবে গেছে। তলিয়ে গেছে ফসলী জমি। বাড়ি-ঘর ডুবে যাওয়ায় অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম চৌধুরী জানান, টানা বৃষ্টির কারণে বরাক নদীতে পানি বেড়ে যাওয়ায় বরাকের শাখা নদী সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। “নদীর পানি তীর উপচে প্রবেশ করেছে লোকালয়ে। ফলে নদীর তীরের গ্রামগুলো তলিয়ে গেছে বন্যার পানিতে।”

ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বালাগঞ্জ, ওসমানীনগর ও গোয়াইনঘাট উপজেলার অর্ধশতাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল আলিম বলেন, নদীর পানি উপচে দোকানে প্রবেশ করেছে। প্রায় এক সপ্তাহ ধরে পানি কিছু কিছু বাড়ছে। লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।

বালাগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা রজত দাস বলেন, বাসা-বাড়িতে পানি উঠেছে। ঘরের মধ্যে পানি। পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিন পার করতে হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আরও জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে প্রশাসন। দুর্গত এলাকায় ১২৮ মেট্রিকটন চাল ও দুই লাখ ৭৮ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরিস্থিতি দেখে আরও ত্রাণ ও সাহায্য দেওয়া হবে। বিডিনিউজ

 

Check Also

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে: স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে রাষ্ট্রপতি

মহান স্বাধীনতা দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।