নির্মাণাধীন ভবনের ইট পড়ে ইউডার ছাত্র কোমায়, ভবন মালিক ও ছেলে আটক

ক্রাইমবার্তা রিপোট: ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ চলা অবস্থায় ইট পড়ে মো. আখিদুল ইসলাম নামে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ওই ভবনের পাশের রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় মাথায় ইট পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই ছাত্র এখন কোমায় রয়েছেন। তাঁর জীবন সংকটাপন্ন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

অন্যদিকে এ ঘটনায় ভবনের মালিক ও তাঁর ছেলেকে আটক করেছে পুলিশ।
আহত আখিদুল ইউডার চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্বজনেরা জানিয়েছেন, গতকাল শুক্রবার বেলা একটার দিকে মোহাম্মদীয়া হাউজিংয়ের ৭ নম্বর রোডের ১/বি নম্বরের বাড়িসংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আখিদুল। ওই ভবনের তিনতলায় নির্মাণকাজ চলছে। সেখান থেকে একটি ইট তাঁর মাথায় পড়ে। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাঁকে পঙ্গু হাসপাতালে নেন। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। এখনো তাঁর জ্ঞান ফেরেনি।
চিকিৎসকেরা জানিয়েছেন, আখিদুলের মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন।
এ ঘটনায় আখিদুলের দুলাভাই প্রচ্ছদশিল্পী মোস্তাফিজ কারিগর মোহাম্মদপুর থানায় অভিযোগ করেছেন। আহত শিক্ষার্থীর স্বজনেরা অবিলম্বে দোষীদের শাস্তি ও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর বলেন, এ ঘটনায় ভবনটির মালিক মোশাররফ হোসেন ও তাঁর এক ছেলেকে শুক্রবার রাতে আটক করে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন করা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. ইয়াহিয়া বলেন, ভবনটি নির্মাণাধীন। তবে দুর্ঘটনার সময় ভবনটিতে নির্মাণকাজ চলছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখানকার লোকজন জানিয়েছেন, বিয়েসংক্রান্ত একটি অনুষ্ঠান উপলক্ষে ওই ভবনটির তৃতীয় তলায় ব্যানার টানানো ও সাজানোর কাজ চলছিল। এ সময় কোনো কিছুর ধাক্কায় একটি ইট নিচে পড়ে যায়।
শীর্ষ নিউজ/এনএমএম

 

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।