লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্নাঢ র‌্যালি

আলমগীর হোসেন লক্ষ্মীপুর থেকে : 1‘মাছ চাষে গড়বো দেশ,বদলে দেব বাংলাদেশ’-এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষে লক্ষ্মীপুরে জতীয় মৎস্য উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার সকালে জেলার রায়পুর,সদর,রামগঞ্জ,কমলনগরও রামগতিতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রশাসনের কর্মকর্তা,মৎস্যচাষী,রাজনৈতিকব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কমলনগর সিনিয়র উপজেলা মৎস্যকর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান,জাতীয় মৎস্যসপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী বাস্তাবায়ন করা হবে। এদিকে মঙ্গলবার দুপুরে রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময়ে ¯িœয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন। এসময় তিনি জানান, ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ৭ দিন ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায় করা হবে। এ উপলক্ষে র‌্যালি, আলাচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন, মাছ চাষে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন কর্মপরিকল্পনা পর্যায় ক্রমে বাস্তবায়ন করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ্ উদ্দিন,উপজেলা সমাজ সেবা অফিসার এইচ.এম.জুবায়ের,মৎস্য চাষী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।