শ্যামনগরে নওয়াবেঁকী কলেজ টানা তিন বার উপজেলায় প্রথম

মোস্তফা কামাল,শ্যামনগর 6-13(সাতক্ষীরা)প্রতিনিধিঃশ্যামনগরে নওয়াবেঁকী কলেজ টানা তিন বার উপজেলায় প্রথম মহাবিদ্যালয় আবারও এইচ,এস,সি পরীক্ষার ফলাফলে শ্যামনগর উপজেলার মধ্যে প্রথম হয়েছে। এবার ধরে আমাদের কলেজ পরপর ৩ বার শ্যামনগর উপজেলায় ফলাফলে প্রথম স্থানে রয়েছে। তিনি বলেন নিয়মিত ক্লাস এবং ছাত্র ছাত্রীদের প্রতি শিক্ষকদের আন্তরিকার কারনেই আমাদের কলেজের ছাত্র ছাত্রীরা ভালো ফলাফল করতে পেরেছে। এবার নওয়াবেঁকি মহাবিদ্যালয়ে ৩ টি বিভাগ থেকে মোট পরীক্ষার্থী অংশ নেয় ১৫৫ জন, কৃতকার্য হয় ১২১ জন, মোট পাশের হার ৭৮.০৬%, এর মধ্যে A গ্রেড পেয়েছে 23 জন শিক্ষার্থী A- পেয়েছে 42 জন, B পেয়েছে 45 জন, C পেয়েছে 10 জন এবং D পেয়েছে ১ জন। সমগ্র দেশে গড় পাশের হার ৬৮.৯১%। ইতোমধ্যে নওয়াবেঁকি মহাবিদ্যালয়ের এমন সাফল্য অর্জনে মহাবিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও ছাএছাএীদের অভিনন্দন জানিয়েছেন নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাতক্ষীরা নারী ও শিশু নির্জাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃজহুরুল হায়দার বাবু।

Please follow and like us:

Check Also

রাজাপুর আল- হেরা জামে মসজিদের কমিটি গঠন

সাদী হাসান, চাম্পাফুল প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা রাজাপুর আল- হেরা জামে মসজিদে নতুন কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।