লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস পালিত

আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘শিশু ও যুবকদের প্রতি মনোযোগ দেওয়াই, তাদের নিরাপদে বেড়ে উঠার প্রথম পদক্ষেপ’ এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে আন্তজার্তিক মাদক প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।10

বুধবার (২৬ জুলাই) সকালে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি এবং আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মীর শওকত হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. নজীব আলী।

আলোচনা সভা শেষে মাদক প্রতিরোধ দিবস উপলক্ষে রচনা প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:

Check Also

কলারোয়া  উপজেলা জামায়াতের প্রথম সভাপতি আবুল কাশেমের ইন্তেকালঃ বঙ্গবন্ধু বিশেষ সুপারিশে  যিনি কারা মুক্ত হন

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।