পাইকগাছায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন#আদালতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর পাইকগাছায় মাদরাসা ছাত্র অপহরণকারী আটক : থানায় মামলা :

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥18
‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্য নিয়ে পাইকগাছায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন হয়েছে। কৃষি অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষিবিদ ও কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের পরিচালনায় ৩ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, বোয়ালিয়া বীজ উৎপাদন খামার (বিএডিসি) সিনিয়র পরিচালক কামাল আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আ’লীগনেতা অধ্যক্ষ (অবঃ) লুৎফর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ কৃষি অফিস চত্ত্বরে ফলদ বৃক্ষের ১৫টি স্টল ঘুরে দেখেন।

আদালতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পাইকগাছায় মাদরাসা ছাত্র অপহরণকারী আটক : থানায় মামলা :
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় মাদরাসা ছাত্র অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অপহরণকারী গ্রেপ্তার। আদালতের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী মাদরাসায়। এ ব্যাপারে থানায় অপহরণ মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের আকরামুল ফকিরের ছেলে স্থানীয় জামি’আ ইসলামিয়া শামছুল উলূম মাদরাসার নূরানী বিভাগের (শিশু শ্রেণী) ছাত্র ইব্রাহিম (৭) সোমবার সকালে মাদরাসায় থাকাবস্থায় কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের নজরুল শিকারীর পুত্র সাইফুল ইসলাম (৩৫) অভিভাবক সেজে মাদরাসায় ঢুকে ইব্রাহিমকে ডেকে মটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আমাদী ক্যাম্প পুলিশ স্থানীয়দের সহায়তায় চাঁদআলী ব্রীজ থেকে মটরসাইকেলের গতিরোধ করে সাইফুলকে আটক করে ও ইব্রাহিমকে উদ্ধার করে। এ সময় কয়রার গিলাবাড়ীর সামছুর গাজীর ছেলে মটরসাইকেল চালক রফিকুল গাজী পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে পাইকগাছা থানার এস,আই মোমিন অপহরণকারীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করলে সে অপহরণের কথা স্বাকীর করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় ইব্রাহিমের পিতা আকরাম ফকির বাদী হয়ে পাইকগাছা থানায় একটি অপহরণ মামলা করেছে। যার নং- ১৩। মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মোমিন জানিয়েছেন, অপহরণকারী কি উদ্দেশ্যে শিশু ইব্রাহিমকে অপহরণ করেছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মঙ্গলবার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।