লাগামহীন মাছ ও সবজির দাম

রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সব ধরনের সবজি ও মাছের দাম। সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। শত টাকার উপরে বিক্রি হচ্ছে শিম, টমেটো ও কাঁচামরিচের কেজি। একই অবস্থা মাছ ও পেঁয়াজের দামেও।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর মতিঝিল, মুগদা, খিলগাঁও ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে বেগুন, বরবটি, কাঁকরোল, করলা, ঝিঙা, চিচিঙ্গাসহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ টাকা বা তারও বেশি দামে। মতিঝিল বাজারে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। আমদানি করা পেঁয়াজের দাম ৩৮-৪৪ টাকা। যেখানে গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৩৬ থেকে ৪৪ টাকা এবং আমদানি করা পেঁয়াজের দাম ছিল ৩০ থেকে ৩৪ টাকা।

অন্যান্য কাঁচাবাজারের অবস্থাও একই। বেশির ভাগ সবজি ৫০ থেকে ৬০ টাকার উপরে বিক্রি হচ্ছে। বেগুন ৬০ থেকে ৭০ টাকা, প্রতি কেজি সাদা আলু ২৪-২৬ টাকা, ছোট ফুলকপি ২০-২৫ টাকা, করলার ১০ থেকে ১৫ টাকা বেড়ে ৬০-৭০ টাকা, ২০ টাকা বেড়ে শিম ১১০-১২০ টাকা, টমেটো ১৩০-১৪০ টাকা, মূলা ৬০ টাকা, শশা ও খিরা ৫০-৬০ টাকা, ঢেঁড়স, ধুন্দল, ঝিঙা কাঁকরোল, চিচিঙ্গা ৬০ থেকে ৬৫ টাকায়, পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা, বরবটি ৭০ টাকা, কুমড়া ৫০ টাকা, কচুরলতি ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০-৩৬ টাকা এবং লেবু প্রতি হালি ২০-২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচামরিচের কেজি ১৫০ থেকে ১৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০-১৩০ টাকায়।

সবজি বিক্রেতা কামাল বলেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। বৃষ্টির কারণে সরবরাহ কম। এ ছাড়াও বন্যায় কৃষকের ফসল নষ্ট হয়েছে। আর বর্ষা মৌসুমে সবজি কম পাওয়া যায়। এসব কারণে সবজির দাম বেড়েছে। আজ (শুক্রবার) প্রতি আঁটি লাল ও পালং শাক বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায় এবং পুঁই ও ডাটা শাক ২০-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে আজ (শুক্রবার) গরুর মাংস প্রতি কেজি ৫০০ থেকে ৫১০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস ৭৫০ টাকায়। এ ছাড়া ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকা, এক কেজি ওজনের প্রতি পিস কক মুরগি ২৩০ টাকা থেকে ২৬০ টাকা এবং দেশি মুরগি ৩৫০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির সঙ্গে মিল রেখে বেড়েছে মাছের দামও। বাজারে প্রতি কেজি রুই, কাতলা ৩০০-৪৫০ টাকা, তেলাপিয়া ১৮০-২৫০, সিলভার কার্প ১৮০-২০০ টাকা, আইড় ৪৫০-৬০০ টাকা, মেনি মাছ ৩৫০-৪০০, বাইলা মাছ প্রকারভেদে ২৫০-৪০০ টাকা, বাইন মাছ ৪০০-৫০০ টাকা, গলদা চিংড়ি ৬০০-৮০০ টাকা, পুঁটি ২০০-৩৫০ টাকা, পোয়া ৪০০-৪৫০ টাকা, মলা ৩২০-৩০০ টাকা, পাবদা ৫০০-৬০০ টাকা, বোয়াল ৪৫০-৫০০ টাকা, শিং ৪০০-৭০০, দেশি মাগুর ৪০০-৭০০ টাকা, শোল মাছ ৪০০-৭০০ টাকা, পাঙ্গাস ১৬০-২০০ টাকা, চাষের কৈ ২০০-২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ মাছ প্রতি পিস বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়।

তবে ডিমের দাম গত সপ্তাহের মতো অপরিবর্তিত রয়েছে। ফার্মের লাল ডিম প্রতি হালি ৩০-৩২ টাকা এবং দেশি মুরগির ডিম ৪৪ টাকা ও হাঁসের ডিম ৪০-৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

কাঁচবাজারের এক ক্রেতা ইব্রাহিম বলেন, সবজির দাম এত বেশি যে যেটা ধরি সেটাই ৬০ টাকা। মাছের দামও বেড়েছে। গত সপ্তাহে বাইলা মাছ কিনেছি ৪০০ টাকা কেজি দরে। এ সপ্তাহে দাম চাচ্ছে ৫০০ টাকা। ইলিশের দামও বেশি। ছোট মাছও ৩০০ টাকার নিচে নেই। বাজারে আসলেই হাজার টাকা নিয়ে আসি, তারপরও ব্যাগ ভরে না।

Please follow and like us:

Check Also

দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য খেলার পাশাপাশি দেশীয় খেলাকেও সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের প্রতি আহবান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।