বিচারপতি খায়রুলকে গ্রেফতারের দাবি আইনজীবী ফোরামের

ঢাকা: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বক্তব্যের পর  তাঁকে অপসারণ ও গ্রেফতারের দাবি করেছেন বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
রোববার দুপুরে বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিমকোর্ট আইনজীবী ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে আইনজীবী ভবনের নিচে এক  সমাবেশে খায়রুল হকের গ্রেফতারের দাবি তোলা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সুপ্রিমকোর্টের আইনজীবী ফোরামের সম্পাদক বরুদ্দোজা বাদল।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘বিচারপতি খায়রুল হক ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণ করেছেন। তিনি তাঁর রায়ে বলেছেন, বিচারপতিদের অবসরগ্রহণের পর চাকরিতে যোগদান করা উচিত নয়। আবার তিনি সরকারি চাকরি নিয়েছেন। তিনি প্রধান বিচারপতি ও ষোড়শ সংশোধনী নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে চাকরিবিধি লঙ্ঘন করেছেন।’
ব্যারিস্টার খোকন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বাতিল সংক্রান্ত মামলায় ওপেন কোর্টে যে রায় দেওয়া হয়েছিল, ১৬ মাস পর সেই রায় পাল্টে দিয়েছেন। এ রায় দিয়ে তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। অনেকে বলেছেন, তাঁকে দেশ ছাড়া করতে হবে। আমি বলছি, তাঁকে গ্রেফতার করে জনতার আদালতে বিচার করতে হবে।’
ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সরকারের মন্ত্রীরা আপত্তিকর বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে খোকন বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায় ভালোভাবে না পড়ে তারা লাগামহীন বক্তব্য দিচ্ছেন। অর্থমন্ত্রী বলেছেন, যতবার ষোড়শ সংশোধনী বাতিল করবে ততবার সংসদে তা পাস করা হবে। এটা বলে তিনি আদালত অবমাননা করেছেন। একমাত্র তিনি তাঁর বয়সের কারণে মাথা ঠিক নেই বলে বাঁচতে পারেন।’
খাদ্যমন্ত্রী সর্বোচ্চ আদালত থেকে সাজাপ্রাপ্ত উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘রায় নিয়ে খাদ্যমন্ত্রী কী বলেছেন। অথচ তিনি সর্বোচ্চ আদালত থেকে সাজাপ্রাপ্ত।’
আজকের কর্মসূচিতে তিনদফা ঘোষণা করা হয়। প্রথম দফায়, সুপ্রিম কোর্টের রায় নিয়ে খায়রুল হকের বক্তব্য আদালত অবমাননাকর হওয়ায় তাঁকে অপসারণ ও গ্রেফতার দাবি করা হয়।  দ্বিতীয় দফায়, রায় নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্য প্রত্যাহার ও তৃতীয় দফায় নিম্ন আদালতের বিচারকদের জন্য শৃঙ্খলাবিধি তৈরির দাবি জানানো হয়।

Check Also

কোনো জালিমের রক্তচক্ষুর কাছে আমরা মাথানত করব না: বিএনপির ইফতার মাহফিলে জামায়াত আমীর

সরকারবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এক দফার আন্দোলনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।