অভয়নগরে পানের বরজে দুর্বৃত্তের রাসায়নিক বিষ প্রয়োগ : লক্ষধিক টাকার ক্ষতি : থানায় অভিযোগ দায়ের

পুলিশ তদন্ত কর্মকর্তা ও স্থানীয় মেম্বরের পরিদর্শন ও অভিযোগের সত্যতা স্বীকার13
স্টাফ রিপোর্টার : পূর্ব শত্রুতার জের ধরে অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামের আব্দুল গনি মোল্যার ছেলে শরিফুল ইসলামের দু’বিঘার একটি পানের বরজে রাসায়নিক সার, লবন ও বনপোড়া তেল ব্যবহার করে লক্ষাধিক টাকার পানের ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ১৩ আগস্ট রবিবার বাদি অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছে বাদি শরিফুল ইসলাম। অভিযোগ আমলে নিয়ে থানা পুলিশ গত পরশু সোমবার সকালে সরজমিনে উক্ত পানের বরজ পরিদর্শন করেছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকও উক্ত বরজ ও ক্ষতি প্রত্যক্ষ করেছে বলে জানা গেছে। পানের বরজটি সিংগাড়ী গ্রামের দক্ষিন পাড়ায় সিংগাড়ী-ভাটপাড়া পাকা সড়কের পশ্চিমপাশে অবস্থিত। সরজমিনে আমাদের প্রতিনিধির ক্যমেরায় এসকল ক্ষয়-ক্ষতি ধারণ করা হয়। বাদি শরিফুল ইসলামের থানায় দায়ের করা অভিযোগপত্র থেকে জানা গেছে, ১৩ আগস্ট রবিবার ভোরে বিবাদী একই গ্রামের কাশেম মোল্যার ছেলে তুহিন মোল্যা (২৮), টুটুল মোল্যা (২২), ও কাশেম মোল্যা (৫০)সহ কতিপয় ব্যক্তি ব্যক্তিগত শত্রুতার জেরে তার ২৯ শতাংশ জমির পানের বরজে ইউরিয়া সারের সাথে লবন মিশিয়ে প্রয়োগ করে লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। অভিযোগপত্র সূত্রে আরো জানা গেছে, বাদী শরিফুল ইসলামের সাথে ১নং বিবাদী তুহিন মোল্যার ধানের চারা ক্রয়-বিক্রয় নিয়ে কথা কাটাকাটি হয়। সেই আক্রোশে ও শত্রুতার জেরে এহেন ক্ষতি সাধন করে থাকতে পারে বলে বাদী জানিয়েছেন। বাদী নিজেই বিবাদীকে বরজে সারের সাথে লবন মিশিয়ে ক্ষতি করে আসতে দেখেছেন বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ তদন্তকারী কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগামী শুক্রবার উভয়পক্ষের শুনানীর পর বিষয়টির পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। ঘটনার সত্যতা স্বীকার করে বাঘুটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোল্যা হাফিজুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল ও ক্ষতি দেখেছি। বিষয়টি প্রশাসনের মাধ্যমে সুরহা হবে। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বাদী মোল্যা শরিফুল ইসলাম তার বরজের ক্ষতিপূরণসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।