রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের সামনে কাদেরিয়া মাদরাসায় দুই দল ছাত্রের সংঘর্ষে আহত মোফাজ্জল হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার রাত ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় মোফাজ্জলকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোফাজ্জলের লাশ উদ্ধার করে। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজানুর ইসলাম বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে এসে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ জানার জন্য মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত মোফাজ্জল চাঁদপুর জেলার মতলব (উত্তর) উপজেলার পূর্ব পুটিয়াপার গ্রামের আবুল কাশেমের ছেলে। সে মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার এলাকার কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র ছিল। মাদরাসার অধ্যক্ষ আবদুল আলিম রেজভী জানান, গত শনিবার ৯ম শ্রেণি ও ১০ শ্রেণির ছাত্রদের মধ্য নামাজ পড়তে ডাক দেয়া নিয়ে একটি ঝগড়া সৃষ্টি হয়। এর রেশ ধরেই তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়। এদের মধ্যে মোফাজ্জল আহত অবস্থায় মাদরাসার বাথরুমে পড়ে ছিলো। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, নামাজ পড়া নিয়ে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মোফাজ্জল আহত হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়নি বলেও তিনি জানান।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …