শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়ামীলীগনেতা আনোয়ার হোসেন স্বরণে আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত#শ্যামনগরের মিজানুর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক

মোস্তফা কামাল ঃ শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি,সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি, সাংবাদিক আলহাজ্ব আনোয়ার হোসেন এর মাগফিরাত কামনায় স্মৃতি চারণ এবং ২১ শে আগষ্টে গ্রেনেড হামলায় সকল শহীদের সহ সকলের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাগরিব বাদে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে কাশিমাড়ী নতুন বাজার আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত স্মৃতি চারণ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আ.লীগ নেতা শাহাবাজ আলী সানা। এসময় মরহুমের জীবন ও স্মৃতির উপর অন্যান্যদের মধ্যে বিশেষভাবে আলোচনা করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান ডাঃ এস এম আব্দুর রউফ, কাশিমাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক এস এম আবুল হোসেন, ইউনিয়ন আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী আনোয়ার হোসেন মিন্টু , কাশিমাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম তরফদার, সাবেক সেনা সদস্য এস এম সাহাজান , আ.লীগ নেতা এস এম শাহাবুদ্দীন , মরহুমের সুযোগ্য পুত্র জাহিদ আলম বাবু, ৮ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আশরাফ হোসেন মিন্টু, আ.লীগ নেতা কেএম আব্দুল গনি, আ.লীগ নেতা আব্দুল আলিম, স্বাধীনতা প্রজন্মলীগের কাশিমাড়ী ইউনিয়ন শাখার সেক্রেটারী ইমাম তাজ মেহেদী প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন।

শ্যামনগর উপজেলা বিএনপি সভাপতির শ^াশুড়ীর মৃর্ত্যু

মোস্তফা কামাল ঃ শ্যামনগর উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ‘র শ্বাশুড়ী, সাবেক শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলি বাবু‘র মাতা, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা‘র নানী মরিয়াম রহমান (৮০) বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহহি ওয়াইন্না-ইলাইহি রাজেউন)। গত ২১ আগষ্ট দিনগত রাত ৩:২০ মিনিটে খুলনা সার্জিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপি ও আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটিসহ ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শ্যামনগরের মিজানুর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক

মোস্তফা কামাল ঃ শ্যামনগরের ১৩নং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান লাভলু সাতক্ষীরা জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায়জানা যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা বাছাই প্রতিযোগিতায় ৯২ নম্বর পেয়ে প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান লাভলু প্রথম স্থান অধিকার করেছেন।তিনি আটুলিয়ার ছোট কুপট গ্রামের অবসর প্রাপ্ত প্রাইমারী প্রধান শিক্ষক মোঃ নওশের আলী মোড়লের পুত্র।তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় শ্যামনগরবাসী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান লাভলু সহ কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 
মোস্তফা কামাল
২২/৮/১৭

Check Also

সাতক্ষীরায় গবেষণা তথ্য প্রকাশ: ‘নবায়নযোগ্য জ্বালানি’র সাথে পরিচিত নয় নগরের ৯৪শতাংশ দরিদ্র মানুষ

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা নগরের ৯৪ শতাংশ দরিদ্র মানুষ ‘নবায়নযোগ্য জ্বালানি’ শব্দের সাথে পরিচিত নয়। এসব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।