তানোরে হাটের টিনসেড সংস্কারে অনিয়ম

তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরের গোল্লাপাড়া হাটের মাছ পট্ট্রির টিনসেড সংস্কারে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে গতকাল শনিবার স্থানীয় মাছ ব্যবসায়ীরা স্থানীয় সাংসদ (এমপি) ও ডিডিএলজি’র কাছে লিখিত অভিযোগ করেছে। স্থানীয় মাছ ব্যবসায়ীরা সিডিউল ও স্টিমেট অনুযায়ী কাজ বুঝে নেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। মাছ ব্যবসায়ীদের অভিযোগ ১৮০০ টাকা সেপটি মূল্যর কাঠ ব্যবহার করার কথা বলা হলেও মাত্র ৭০০ টাকা সেপটি মূল্যর নিম্নমাণের কাঠ ব্যবহার করা হচ্ছে। এদিকে সংস্কার কাজে নিম্নমাণের সামগ্রী ব্যবহার করায় মাছ ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। সরেজমিন পরিদর্শন করা হলে অভিযোগের সতত্য পাওয়া যাবে বলেও তাঁরা দাবি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাছ ব্যবসায়ী জানান, তানোর পৌরসভা থেকে গোল্লাপাড়া হাটের মাছ পট্ট্রির চিনসেড সংস্কার (মেরামত) করার জন্য প্রায় সাড়ে ৮ লাখ টাকার দরপত্র আহবান করা হয় ও লটারিতে রাজশাহীর ছোটবন গ্রামের মহরম কার্যাদেশ পায়। কিšত্ত তানোর পৌর মেয়রর অনুগত নজরুল ইসলাম (অলিখিত চুক্তির মাধ্যমে) প্রায় ৩ লাখ টাকায় কার্যাদেশ কিনে নিয়ে মেরামত কাজ শুরু করেছে। আর উচ্চমূল্য কাজ কিনে এখন মুনাফার করার জন্য একেবারে নিম্নমাণের সামগ্রী ব্যবহার করছে। এসবের প্রতিবাদ করতে গেলে চাঁদাবাজি মামলার হুমকি দিচ্ছেন তাই প্রভাবশালী নজরুলের বিরুদ্ধে মাছ ব্যবসায়ীরা প্রকাশ্যে কোনো প্রতিবাদ করতে পারছেন না। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ শওকাত আলী বলেন, তিনি কোনো লিখিত অভিযোগ পাননি, তবে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখবেন বলে জানান। এব্যাপারে তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজানের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেস্টা করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।

তাং-২৬ আগস্ট ২০১৭

Please follow and like us:

Check Also

বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৮ জলদস্যু গ্রেফতার

বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ অপহরণে যুক্ত ৮ জলদস্যুকে আটক করেছে সোমালিয়ার পুলিশ। রোববার জাহাজটিকে মুক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।