বিকাশ’র ২৮৮৭টি এজেন্ট স্থগিত, ৮০ হাজার এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

ঢাকা: ‘অনিয়মিত’ লেনদেন তদন্তে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ-এর দুই হাজার ৮৮৭টি এজেন্ট স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে একাধিক হিসাব থাকায় প্রায় ৮০ হাজার এজেন্টের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর রাজি হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বিভিন্ন অনিয়মিত লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিকাশ লিমিটেডের প্রায় তিন হাজার এজেন্ট হিসাবের বিষয়ে তদন্ত করতে সিআইডিকে অনুরোধ করা হয়েছে।”
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভংকর জানান, অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের এজেন্টদের বিষয়েও অনুসন্ধান চালানোর প্রক্রিয়া চলছে।
এক্ষেত্রে বিএফআইইউ ও বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে পাওয়া অনিয়ম, বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স হ্রাসের বিষয়ে সম্পাদিত গবেষণা, বিকাশ লিমিটেড থেকে পাওয়া তথ্য, বিভিন্ন সূত্র থেকে পাওয়া অভিযোগ, আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থা হতে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হয়েছে বলে জানান তিনি।

Check Also

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে: স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে রাষ্ট্রপতি

মহান স্বাধীনতা দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।