কাপাসিয়ায় স্বামীর পরকীয়ার স্ত্রীর আত্মহুতি#বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিক বিক্ষোভ ও স্মারকলিপি#গাজীপুরে দূর্বৃত্তদের হামলায় ডিস ব্যবসায়ীসহ আহত-২

কাপাসিয়ায় স্বামীর পরকীয়ার স্ত্রীর আত্মহুতিÑ স্বামী আটক

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের কাপাসিয়ায় স্বামীর পরকীয়ার জেরে শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা কারি স্ত্রী তাসলিমা বেগম (২৪) হাসপাতালে ১১দিন কষ্ট ভোগের পর শনিবার মারা গেছে। পুলিশ ওই ঘটনায় নিহতের স্বামী খোকন মিয়াকে গ্রেফতার করেছে।

এলাকাবাসি জানায়, গত পাঁচ বছর আগে কাপাসিয়া উপজেলার সূর্যনারায়নপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র খোকন মিয়ার সাথে টোক নগর গ্রামের সবুজ মিয়ার কন্যা তাছলিমার বিয়ে হয়। বর্তমানে তাদের তামীম নামে চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সম্প্রতি পরিবহন শ্রমিক খোকন মিয়ার সঙ্গে একই এলাকার এক মেয়ের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। পরে ওই ঘটনা তার স্ত্রী তাছলিমা বেগম জেনে ফেলে। এ নিয়ে র্দীঘ দিন যাবত তাদের মাঝে পারিবারিক কলহ চলছিল। এক পর্যায়ে গত ৫ সেপ্টেম্বর এক সন্তানের জননী তাছলিমা নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আতœহত্যার চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে দীর্ঘ ১১ দিন কষ্ট ভোগ করে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার ভোরে তাসলিমা মারা যায়। লাশ নিয়ে ফেরার পরে খবর পেয়ে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে এবং ময়না তদন্তের জন্যে লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
###

 

গাজীপুরে দূর্বৃত্তদের হামলায় ডিস
ব্যবসায়ীসহ আহত-২26

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে এক ডিস ব্যবসায়ীসহ দুই জনকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে দূর্বৃত্তরা। রোববার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের গজারিয়াপাড়া এলাকার মর্দপাড়ায় এ ঘটনা ঘটে। আহত ওই ডিস ব্যবসায়ীর নাম সাইদুর রহমান সাঈদ (৩৮) ও রুমন (২০)। গুরুত্বর আহত অবস্থায় দুজনকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইদুর রহমান সাঈদ ওই এলাকায় সাঈদ ক্যাবল নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী।
আহত ব্যবসায়ী সাঈদ জানান, তিনি দীর্ঘ দিন ধরে গজারিয়াপাড়া এলাকায় ডিসলাইনের ক্যাবল নেটওয়ার্কের ব্যাবসা করে আসছেন। তার ব্যবসা অন্যায় ভাবে দখল করার জন্য পাশের ডগরী এলাকার রাশেদুল বিভিন্ন সময়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। রোববার সকালে রাশেদুলের নেতৃত্বে সিরাজ ও কবিরসহ ৪-৫জন সন্ত্রাসী তাকে এবং তার দুই সহকর্র্মীকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। এতে তিনি ও তার সহকর্মী রুমন আহত হন। রাশেদুল তার দুই শতাধিক ডিস লাইন দখল করে নিয়েছে বলে জানান সাঈদ। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে রাশেদুল জানান, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তার নিজের ডিস লাইন সাঈদ জোরপূর্বক দখল করে রেখেছিল। তিনি কারো ব্যবসা দখল করেননি।

গাজীপুরে বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিক বিক্ষোভ ও স্মারকলিপি ।

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইলের করমতলা এলাকায় ডিএসএল (বিডি) লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও গাজীপুরের জেলা প্রশাসকের কাছে স্মারলিপি প্রদান করেছে। রোববার দুপুরে শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল সহকারে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসে। পরে শ্রমিকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।
কারখানার শ্রমিকরা জানান, ডিএসএল (বিডি) লিমিটেড কারখানায় ৪ শতাধিক শ্রমিক কাজ করতো। ঈদুল ফিতরের পর থেকে কারখানা কর্তৃপক্ষ বেতন দিতে নানা টালবাহানা করে । ঈদুল আযহার আগে ৩০ আগস্ট শ্রমিকদের অর্ধেক বেতন দিয়ে কর্তৃপক্ষ কারখানা ছুটি দিয়ে দেয়। ৯ সেপ্টেম্বর কারখানা খোলার দিন শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে যান। এসময় শ্রমিকরা কারখানার প্রধান ফটকে কারখানা লে অফ ঘোষণার নোটিশ দেখতে পান। তাদের কোন কিছু না জানিয়ে শ্রম আইন অনুযায়ী বেতন ভাতা পরিশোধ না করে কারখানাটি বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে। এক পর্যায়ে গত ১১ সেপ্টেম্বর তারা কারখানায় গেলে দেখতে পান শতাধিক শ্রমিক সেখানে কাজ করছে। আর তিন শতাধিক শ্রমিককে কাজে যোগ দিতে দিচ্ছে না কর্তৃপক্ষ। তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে স্থানীয় মাস্তান দিয়ে শ্রমিকদের বিভিন্ন ধরণের হুমকি দেয়া হয়। কারখানার সামনে এলে তাদের এলাকা ছাড়া করে হত্যার হুমকি দেয় স্থানীয় ভাড়াটিয়া মাস্তানরা।
এ ঘটনায় গাজীপুর শ্রমজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দদের নিয়ে রোববার কারখানার শ্রমিকরা তাদের শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধের দাবি জানাতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
###
মোঃ রেজাউর বারী বাবুল
গাজীপুর জেলা সংবাদদাতা।
১৭/০৯/২০১৭ইং
গাজীপুরে বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিক বিক্ষোভ ও স্মারকলিপি ।

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইলের করমতলা এলাকায় ডিএসএল (বিডি) লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও গাজীপুরের জেলা প্রশাসকের কাছে স্মারলিপি প্রদান করেছে। রোববার দুপুরে শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল সহকারে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসে। পরে শ্রমিকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।
কারখানার শ্রমিকরা জানান, ডিএসএল (বিডি) লিমিটেড কারখানায় ৪ শতাধিক শ্রমিক কাজ করতো। ঈদুল ফিতরের পর থেকে কারখানা কর্তৃপক্ষ বেতন দিতে নানা টালবাহানা করে । ঈদুল আযহার আগে ৩০ আগস্ট শ্রমিকদের অর্ধেক বেতন দিয়ে কর্তৃপক্ষ কারখানা ছুটি দিয়ে দেয়। ৯ সেপ্টেম্বর কারখানা খোলার দিন শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে যান। এসময় শ্রমিকরা কারখানার প্রধান ফটকে কারখানা লে অফ ঘোষণার নোটিশ দেখতে পান। তাদের কোন কিছু না জানিয়ে শ্রম আইন অনুযায়ী বেতন ভাতা পরিশোধ না করে কারখানাটি বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে। এক পর্যায়ে গত ১১ সেপ্টেম্বর তারা কারখানায় গেলে দেখতে পান শতাধিক শ্রমিক সেখানে কাজ করছে। আর তিন শতাধিক শ্রমিককে কাজে যোগ দিতে দিচ্ছে না কর্তৃপক্ষ। তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে স্থানীয় মাস্তান দিয়ে শ্রমিকদের বিভিন্ন ধরণের হুমকি দেয়া হয়। কারখানার সামনে এলে তাদের এলাকা ছাড়া করে হত্যার হুমকি দেয় স্থানীয় ভাড়াটিয়া মাস্তানরা।
এ ঘটনায় গাজীপুর শ্রমজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দদের নিয়ে রোববার কারখানার শ্রমিকরা তাদের শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধের দাবি জানাতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
###
মোঃ রেজাউর বারী বাবুল
গাজীপুর জেলা সংবাদদাতা।
১৭/০৯/২০১৭ইং
###

Please follow and like us:

Check Also

রাজাপুর আল- হেরা জামে মসজিদের কমিটি গঠন

সাদী হাসান, চাম্পাফুল প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা রাজাপুর আল- হেরা জামে মসজিদে নতুন কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।