শ্যামনগরে প্রাথমিক কেন্দ্রের শিক্ষিকা চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় বেতন ভাতা থেকে বঞ্চিত

: শ্যামনগরের আটুলিয়ার হাওয়াল ভাংগী গ্রামে প্রাক-প্রাথমিক কেন্দ্রের শিক্ষিকা রাশিদা খাতুন চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় ৩ মাস যাবৎ বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপনindex-2 করছে মর্মে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ টি দায়ের করেন-আটুলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহ-সম্পাদক শিক্ষিকা রাশিদা খাতুনের স্বামী আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুহাঃ ইসমাঈল হোসেন। তিনি অভিযোগে জানান, তার স্ত্রী রাশিদা খাতুন বিধিগত ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শ্যামনগরের আটুলিয়ার হাওয়াল ভাংগী গ্রামে প্রাক-প্রাথমিক কেন্দ্রে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। অথচ ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন শ্যামনগরের হায়বাতপুর মডেল রিসোর্স সেন্টারের মডেল কেয়ার টেকার শাহজাহান আলী ও জেনারেল কেয়ার টেকার মাসুম বিল্লাহ বিভিন্ন সময় ১০হাজার টাকা অবৈধভাবে প্রভাব খাঁটিয়ে নিয়েছেন। মাসিক ১হাজার টাকা চাঁদা দাবি পুরণে ব্যর্থ হওয়ায় ফিল্ড সুপার ভাইজার শেখ মোঃ অলিয়ার রহমান কে ভুল বুঝিয়ে এ কেন্দ্রের বেতন ভাতাদি বন্ধের ব্যবস্থা গ্রহণ করে। ফলে শোকাবহ আগষ্ট মাস থেকে ৩ মাস তার বেতন ভাতাদি বন্ধ রয়েছে। স্বাধীনতা বিরোধীদের ইন্ধনে পুর্ব শত্রুতার জের ধরে অবৈধভাবে অর্থ না পেয়ে শাহজাহান আলী ও মাসুম বিল্লাহ প্রভাবিত হয়ে এ ধরণের অমানবিক কাজ করায় এলাকায় ক্ষেভের জন্ম দিয়েছে। সরকারী বিভিন্ন অধিদপ্তরে অভিযোগটি দায়ের করায় শিক্ষিকার স্বামী সহ তাদের পরিবারের প্রতি খুন, জখম, মিথ্যা মামলা করার হুমকী দেওয়া হচ্ছে।এমনকি কেন্দ্রটি স্থায়ী ভাবে বন্দ করার ষড়যন্ত্র করা হচ্ছে। অভাব অনাটনের আওয়ামীপরিবার টি বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছে। এ ব্যাপারে শাহজাহান আলি ও মাসুম বিল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করলে মডেল সেন্টারটি বন্ধ থাকায় ভাষ্য নেওয়া সম্ভব হয়নি।

Please follow and like us:

Check Also

আশাশুনির বদরতলা-ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের পরিত্যাক্ত খুটির রড: l দুর্ঘটনার শঙ্কা

এস,এম মোস্তাফিজুর রহমান( আশাশুনি) সাতক্ষীরা।। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা টু ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।