তালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন#বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ

মো: আকবর হোসেন,তালা: সাতক্ষীরার তালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭১তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তালা ডাকবাংলো চত্বরে উপজেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। মাগুরা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আতাউর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লে¬াল,তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খান সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান,সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম মানিক প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে তালা সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সরদার কামরুল ইসলাম, যুগ্ন- আহবায়ক নাহিদ সুলতান লিটন, মোঃ আক্তারুজ্জামান, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম, মোঃ ইউসুফ আলী, ইসলামকাটী ইউনিয়ন আহবায়ক মোঃ আলমগীর হোসেন, যুগ্ন আহবায়ক দ্বীনবন্ধু, তেঁতুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এসএম আলাউদ্দীন, যুবলীগ নেতা মোঃ তাজমুল ইসলাম, শেখ মুস্তাক আহম্মেদ, অজিয়ার মাহমুদ, মোঃ আমিরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসান ফটিকসহ উপজেলা, ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ’র নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা তাওহিদুর রহমান। দোয়া শেষে একটি আনন্দ মিছিল ডাকবাংলো চত্বর থেকে বেরহয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলোয় গিয়ে শেষ হয়। পরে দিনটি উপলক্ষ্যে মিষ্টি বিতরণ করা হয়।

 

তালার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ
মো: আকবর হোসেন,তালা:হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় দুর্গোৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার মহা সপ্তমীতে তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দুধলী, হাজরাপাড়া, দলুয়া, গাছা, খলিষখালীসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জন প্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. মুস্তফা লুৎফুল¬াহ এমপি। পূজামন্ডব পরিদর্শনকালে তিনি সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে বলেন, এ সরকার সম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আনন্দ ভাগাভাগি করে উৎসব পালন করবে। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা ওয়ার্কার্স পাটির নেতা খলিষখালীর সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন, খলিষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি প্রভাষক কামরুল ইসলাম, খলিষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অশোক লাহেড়ী, তালা প্রেসক্লাবের সাধারণ সমম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, ইউনিয়ন ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক সুফল আইচ, মনিরুজ্জামান, দলুয়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি নারায়ন চন্দ্র, সম্পাদক রনজিৎ সরকার, ওয়ার্কার্স পাটির নেতা অজিত বৈদ্য, উত্তমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

Please follow and like us:

Check Also

ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ

রাকিবুল ইসলাম, আলিপুর,২৩শে এপ্রিল ২০২৪:সাতক্ষীরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ইমাম ও মুয়াজ্জিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।