সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস পালিত

শেখ কামরুল ইসলাম॥
গৃহায়ন নীতিমালা সার্ধ্যরে অবাস এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও সাতক্ষীরা গণপূর্ত বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী পরবর্তী সাতক্ষীরা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম ফজলুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এডিসি জেনারেল মোঃ আব্দুল হান্নান, এডিসি রেভিনিউ আব্দুল লতিফ খান, উপ-বিভাগীয় প্রকৌশলী ড. এসএম হেলাল উদ্দীন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তালেব, এনডিসি মোশারেফ হোসেন। উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ হামিদুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, বিভাগীয় হিসাব রক্ষক শেখ মোস্তাফিজুর রহমান সহ গণপূর্তের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

সাতক্ষীরা শহরের কামালনগর গলায় ওড়না পেঁচিয়ে ইরানী আফরোজ তানু (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।