বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ কামরুল ইসলাম:“গৃহায়ন নীতিমালা : সাধ্যের আবাস” প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় এক বর্ণ্যাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা  পৌর চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আব্দুস সেলিম, কাজী ফিরোজ হাসান, ফারহা দিবা সাথী, কাউন্সিলর জ্যোৎনা আরা, অনিমা রানী মন্ডল, সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ-দ্দৌলা সাগর, শেখ আব্দুস সেলিম, শহীদুল ইসলাম, শাহিনুর রহমান শাহীন, শফিকুল আলম বাবু। এছাড়া উপস্থিত ছিলেন, পৌর সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী শেখ কামরুল আখতার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: জিয়াউর রহমান জিয়া, উপ সহকারি প্রকৌশলী মোঃ মাসুদ রানা, সাগর দেবনাথ, প্রধান অফিস সহকারি প্রশান্ত ব্যানার্জী, ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের জেলা ফিল্ড কোয়াডিনেটর শুধাংশু কুমার সরকারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ একটি উজ্জল সম্ভবনাময় দেশ হিসাবে র“পান্তরিত হয়েছে। বাংলাদেশে প্রায় সকল জেলা এখন মানুষের বসবাসের উপযোগি হয়েছে। প্রাচীন আমলের মতো মানুষ এখন আর বনে, জঙ্গলে বাস করেন না। মানুষ এখন আগের তুলনায় অনেক সচেতন হয়েছে। তারা তাদের অধিকার সম্পর্কে বুঝতে শিখেছে। বক্তারা আরো বলেন, বর্তমান সরকার ছিন্নমুল মানুষদের জন্য কাজ করে যা”েছন। যারা গৃহহীন তাদের থাকার জন্য নতুন নতুন আবাস ভুমি তৈরি করে দিয়েছে। যেটা আমাদের সমাজের ছিন্নমুল মানুষের জন্য খুবই প্রয়োজন। আর সাতক্ষীরা পৌরসভার মধ্যে ছিন্নমুল মানুষদের জন্য কাজ করার আশা ব্যক্ত করেন পৌর মেয়র। এছাড়া বিকাল ৩টায় সাতক্ষীরা পৌরসভায় ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Check Also

সাতক্ষীরায় গবেষণা তথ্য প্রকাশ: ‘নবায়নযোগ্য জ্বালানি’র সাথে পরিচিত নয় নগরের ৯৪শতাংশ দরিদ্র মানুষ

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা নগরের ৯৪ শতাংশ দরিদ্র মানুষ ‘নবায়নযোগ্য জ্বালানি’ শব্দের সাথে পরিচিত নয়। এসব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।